আজকাল ওয়েবডেস্ক: ফের লোকসভার স্পিকার পদে নির্বাচিত হলেন ওম বিড়লা। এ নিয়ে দ্বিতীয়বার স্পিকার পদে নিযুক্ত হলেন তিনি। বুধবার অষ্টাদশ লোকসভায় ধ্বনিভোটে কে সুরেশকে পিছনে ফেলে স্পিকার পদে জয়ী হলেন এনডিএ প্রার্থী ওম বিড়লা। লোকসভায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা দুইবার লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়ে বলরাম জাখরের নজির ছুঁলেন বিজেপির ওম বিড়লা৷ সংঘাতের আবহে নরেন্দ্র মোদি, সংসদীয় মন্ত্রী কিরেন রিজুজু, বিরোধী দলনেতা রাহুল গান্ধী একসঙ্গে ওম বিড়লাকে তাঁর চেয়ার পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন।
ওম বিড়লাকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, 'ওম বিড়লা স্পিকার পদে থাকায় একাধিক ঐতিহাসিক বিল পাস হয়েছে লোকসভায়। অনেক গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। আগামী দিনেও দেশের উন্নয়নে সুষ্ঠুভাবে লোকসভা অধিবেশন পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে আশা করি।'
লোকসভার স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে রাহুল গান্ধীর বক্তব্য, 'আশা করি আপনি সংবিধান মেনে আপনার দায়িত্ব পালন করবেন। বিরোধীদের কণ্ঠরোধ গনতন্ত্রের বিরোধী। আপনি বিরোধীদের বলার সুযোগ দিয়ে সংবিধানের মান রক্ষা করবেন আশা করছি।'
ওম বিড়লার উদ্দেশে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, 'সংসদে বিরোধীদের বলতে দেওয়া হোক। শাসক দলের চাপের কাছে আপনিও মাথা নত করেছেন। ১৫০ সাংসদকে সাসপেন্ড করেছেন।' পাশাপাশি নিরপেক্ষ ভূমিকা পালনের আর্জি জানিয়েছেন অখিলেশ যাদব।