আজকাল ওয়েবডেস্ক: ভারতবর্ষ মানেই ঐতিহ্যের দেশ। এদেশের মাটি থেকে একের পর এক ঐতিহ্যের নিদর্শন পাওয়া গিয়েছে আগেও। আর এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম।


দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রাজস্থান থেকে খুঁজে পেলেন। এটি রাজস্থানের দেগ জেলা থেকে পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে এটি ৪৫০০ বছর আগের পুরনো একটি সভ্যতা। এই কাজ শুরু হয়েছিল ২০২৪ সালের ১০ জানুয়ারি। এখানে মাটির নিচে ২৩ মিটারের একটি টানেলের সন্ধান পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে এর সঙ্গে ভারতের কথিত নদী সরস্বতীর যোগ রয়েছে। সেখান থেকেই এই সভ্যতায় জল আসত।


এই কাজে হাত লাগিয়েছিলেন প্রায় ৮০০ জন ব্যক্তি। এখান থেকে বহু প্রাচীন হস্তশিল্পের কাজ পাওয়া গিয়েছে। সেখানে মাটির কাজ, ব্রাক্ষ্মী লেখা, কপারের মুদ্রা, যজ্ঞের স্থান, মৌর্য যুগের নিদর্শন, প্রাচীন শিরের মূর্তি এবং প্রচুর মাটির তৈরি খেলনা।


প্রত্নতত্ববিদরা মনে করছেন এখানে পাঁচটি যুগের নিদর্শন রয়েছে। সেখানে হরপ্পা, মহাভারত, মৌর্য, কুষাণ এবং গুপ্ত যুগের কথা রয়েছে। রাজস্থানের মাটি থেকে এক গভীরে এর আগে কোনও সভ্যতার নিদর্শন পাওয়া যায়নি।


এখান থেকে সরস্বতী নদীর একটি যোগাযোগের টানেল মিলেছে যা অবাক করেছে সকলকে। মনে করা হচ্ছে এই সময়তেও নদীর জলকে কীভাবে ব্যবহার করা যায় সেটি ভালভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল। দলের পক্ষ থেকে বলা হয়েছে এখানে মহাভারতের যুগের বেশ কিছু নিদর্শন রয়েছে। এখানে একটি বিরাট যজ্ঞের স্থান পাওয়া গিয়েছে। পাশাপাশি ত্রিকোণ এবং চতুর্ভুজের ছবি মিলেছে। এখানকার মাটির কাজ মহাভারতের যুগের সঙ্গে মিল রয়েছে বলেই মনে করা হচ্ছে। 


ইতিহাসবিদরা মনে করছেন এটি যীশুখ্রীষ্ট্রের জন্মের ৪০০ বছর আগের। মৌর্য যুগের সূচনা এখান থেকেই হয়তো হয়েছিল বলে মনে হচ্ছে। এখানকার দেওয়ালের পিলারগুলি গুপ্ত যুগের সঙ্গে বিরাট মিল রয়েছে। এখান থেকে শিবদুর্গার মূর্তি মিলেছে। এখানে মোট ১৫ টি যজ্ঞের কুন্ড পাওয়া গিয়েছে। এগুলি ছাড়াও এখানে একটি মানুষের কঙ্কাল মিলেছে যেটিকে ইজরায়েলে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।