আজকাল ওয়েবডেস্ক : ডিপফেক ভিডিও নিয়ে কড়া ব্যবস্থা নেবে কেন্দ্র। একথা আগেই জানিয়েছিলেন অশ্বিনী বৈষ্ণব। আর এবার কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানালেন একজন অফিসারকে নিযুক্ত করা হয়েছে এই কাজের জন্য। এই ধরনের কাজ রুখতে এবার সব ধরনের ব্যবস্থা নেবে কেন্দ্র। ডিপফেক ভিডিও নিয়ে জরিমানার পাশাপাশি জেলযাত্রারও ব্যবস্থা করা হচ্ছে। যে অফিসারকে নিয়োগ করা হবে তার প্রধান কাজই হল এই ধরনের ভিডিওগুলিকে পর্যবেক্ষণ করা। অনলাইনকে ব্যবহার করে যদি কেউ এই ধরনের ভিডিও প্রকাশ করে তবে তাকে খুঁজে বের করা হবে। ৩৬ ঘন্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তি বা তার সংস্থার নামে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে যে নিয়ম রয়েছে তাকে মেনে চলতে হবে সকলকেই। ডিজিটাল যুগে সকলের কাজ হাতের মুঠোয় এসেছে ঠিক। কিন্ত কেউ যদি তার অপব্যবহার করে তবে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ডিপফেক ভিডিও যদি কেউ করে তবে তার ১ লক্ষ টাকা জরিমানা থেকে শুরু করে ৩ বছরের জেল পর্যন্ত হবে। যে অফিসারকে নিয়োগ করা হয়েছে তিনি সর্বক্ষণ এই পর্যবেক্ষণ করবেন।
