আজকাল ওয়েবডেস্ক: সরকারি দপ্তরে কাজ করছিলেন, তার মাঝেই তাঁর উপর চড়াও হলেন কয়েকজন। শেষ নয় এখানেই। নিজের দপ্তর থেকে টেনে হিঁচড়ে বের করা হল। মারধোর করা হল মাটিতে ফেলে, সরকারি দপ্তরেই মুখে লাথি মারা হল সরকারি অফিসারের। গোটা ঘটনাটি ধরা পড়েছে ভিডিওতে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। বিজেপি শাসিত ওড়িশার এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। নিশানা করেছেন গেরুয়া শিবিরকে।

 

?ref_src=twsrc%5Etfw">June 30, 2025

ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বর মিউনিসিপ্যাল করপোরেশনে। সোমবার সেখানে কাজ চলছিল জনগনের সমস্যা শোনার এবং প্রতিকারের। তার মাঝেই আচমকা ঢুকে পড়েন কয়েকজন।  দপ্তর থেকে টেনে হিঁচড়ে বের করা হয় অ্যাডিশনাল কমিশনার রত্নাকর সাহুকে। মাটিতে ফেলে ক্রমাগত মারধোর করা হয়। যা দেখা গিয়েছে নবীন পট্টনায়েকের শেয়ার করা ভিডিওতেও। রত্নাকরের অভিযোগ, স্থানীয় বিজেপি নেতার সঙ্গে কেন খারাপ ব্যবহার করেছেন এই প্রশ্ন দিয়েই শুরু হয় অকথ্য মারধোর। তিনি খারাপ ব্যবহার করেননি বলার পরেও তা থামেনি, উলটে বাড়ে আরও। 

 

ভুবনেশ্বরে, প্রকাশ্য দিবালোকে একজন ঊর্দ্ধতন কর্মকর্তার সঙ্গে এই 'লজ্জাজনক' আচরণে স্তম্ভিত নবীন, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, ঘটনায় জীবন রাউত, রেশমী মহাপাত্র এবং দেবাশীস প্রধান নামের তিনজন গ্রেপ্তার হয়েছেন।