আজকাল ওয়েবডেস্ক: ওড়িশার পুরী জেলার কোটাকোসাঙ্গায় ভয়াবহ নির্যাতনের শিকার হলেন এক কিশোর ও এক যুবক। সন্দেহজনিত কারণে স্থানীয় দুষ্কৃতীরা তাদের প্রতিপক্ষ ভেবে প্রথমে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে, তারপর লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে ও সিগারেটের ছ্যাঁকা দেয়। এখানেই থেমে থাকেনি পাশবিকতা—দু'জনকেই জোর করে প্রস্রাব খাওয়ানো হয়।
ঘটনার সময় আরও এক কিশোর উপস্থিত ছিল, সে জানিয়েছে, তারা গ্রামীণ মেলায় গিয়েছিল, তখনই এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের মাথায় গুরুতর চোট লাগে। পরিবারের সদস্যরা খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আক্রান্তদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুটি গ্রামের মধ্যে চলা বিবাদের জেরেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে। তারা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কোটাকোসাঙ্গা ও পার্শ্ববর্তী প্রধানসাহি গ্রামের একদল যুবক এই হামলার সঙ্গে জড়িত। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, দোষীদের কোনোভাবেই ছাড়া হবে না।
এই নৃশংস ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
