আজকাল ওয়েবডেস্ক: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন নিয়ে গোটা দেশে বিরোধীদের কটাক্ষের শিকার কেন্দ্রের বিজেপি সরকার। তবে রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস এবার সরাসরি আক্রমণ করলেন বিরোধী শিবিরকে। তিনি বলেন, রাম মন্দির রাজনীতি নয়, ধর্মনীতি। বিরোধীরা প্রধানমন্ত্রী সম্পর্কে কুকথা বলে চলেছে। তবে বিজেপি সকলকে যোগ্য জবাব দিয়েছে। একে ধর্মনীতি বলে অভিহিত করেছেন তিনি। তিনি বলেন, একজন সাধু হিসাবে তাঁর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। তিনি শুধু রামের ভক্তদের হয়ে কাজ করতে চান। প্রসঙ্গত, বিরোধীরা আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই মন্দির উদ্বোধনকে নিয়ে মোদি সরকারের তীব্র সমালোচনা করেছে। রাহুল গান্ধী একে মোদির অনুষ্ঠান বলে অভিহিত করেছেন। একে বিজেপি-আরএসএসের মেগা ইভেন্ট বলেও কটাক্ষ করেছেন তিনি।
