আজকাল ওয়েবডেস্ক:‌ ‘‌জয়রাইডে’‌ ঘটে গেল বড়সড় বিপত্তি। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে। মাটি থেকে প্রায় ৫০ ফুট উপরে আচমকাই আটকে যায় চেন্নাইয়ের এক বিনোদন পার্কের ‘জয়রাইড’। তখন ওই রাইডে ছিলেন ৩০ জন। আতঙ্কে চিৎকার শুরু করেন সকলে। তাঁদের দাবি, তিন ঘণ্টা ওই রকম ঝুলন্ত অবস্থায় থাকতে হয়েছে। 


মঙ্গলবার সন্ধেয় চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের ধারে একটি থিম পার্কে দুর্ঘটনাটি ঘটে। একটি ইঞ্জিন বিকল হওয়ায় ৩০ জন সওয়ারিকে নিয়ে আটকে যায় ওই ‘জয়রাইড’টি। আতঙ্কে সওয়ারিরা চিৎকার করতে থাকেন। ঘটনাটি নজরে আসতেই ওই পার্কের কর্তৃপক্ষ খবর দেন পুলিশকে। আসে উদ্ধারকারী দল এবং দমকলবাহিনী। প্রায় ৩৫ জন কর্মী মিলে আটকে থাকা ‘জয়রাইড’–এর যাত্রীদের উদ্ধার করেন। মই ব্যবহার করে যাত্রীদের নীচে নামিয়ে আনার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে ‘স্কাই লিফ্‌ট’ ব্যবহার করে উদ্ধারকারী দল। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ৩০ জনকে নিরাপদে নামানো সম্ভব হয়।


আতঙ্কিত যাত্রীদের মধ্যে ছিলেন মহিলা এবং শিশুও। দুর্ঘটনা প্রসঙ্গে দমকল জানিয়েছে ‘‌যান্ত্রিক ত্রুটির কারণে জয়রাইড আটকে পড়েছিল বলে প্রাথমিক অনুমান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’‌ জয়রাইডে আটকে থাকা এক মহিলা জানিয়েছেন, ‘‌রীতিমতো আতঙ্কে ছিলাম। অসুস্থ হয়ে পড়েছিল অনেকে।’‌