আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিয়া জোট শেষ হয়ে গিয়েছে। কটাক্ষ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। বিজেপির সহায়তায় বিহারে নীতীশ কুমার সরকার গঠন করেছে। তাঁকে সকলে পাল্টু কুমার বলেই ডাকে। নীতীশ বলেন, ইন্ডিয়া জোট যে টার্গেট নিয়ে তৈরি হয়েছিল তা শেষ হয়ে গিয়েছে। এই জোটের নাম ইন্ডিয়া হোক এটা তিনিই চেয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি চেষ্টা করেছেন। তবে বিহারের মানুষের কথা মাথায় রেখে তিনি জোট থেকে বেরিয়ে এসেছেন। ইন্ডিয়া জোট শেষ হয়ে গিয়েছে। যদিও নীতীশের জন্য এখনও দরজা খোলা রেখেছে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। তবে নীতীশ বলেছেন, এই ঘটনা ফের ঘটবে না। রাজনৈতিক মহল মনে করছে বিহারের মুখ্যমন্ত্রী হয়তো এত তাড়াতাড়ি ফের দলবদলের পথে হাঁটবেন না। তবে রাজনীতি বড় বালাই। কখন যে কোন ঘটনা ঘটবে তা বলা যায় না।
