আজকাল ওয়েবডেস্ক: রাজীবরঞ্জন সিং, ওরফে লালন সিং, বহু জল্পনার পর জেডিইউয়ের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন। জল্পনা ছিল, নতুন সভাপতি হিসেবে নীতীশ কুমারের নাম প্রস্তাব করা হয়েছে। শুক্রবার জানা গেল, সিলমোহর পড়েছে নীতীশের নামের পাশেই। লালনের পর বিহারের শাসক জোটের অন্যতম শরিক দল জনতা দল (ইউনাইটেড)-এর সভাপতি হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। শুক্রবার দিল্লিতে দলের জাতীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে নীতীশ কুমারকে জেডিইউয়ের সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই লালনের সভাপতি পদ থেকে সরে আসার জল্পনা ছিল রাজনীতির অলিন্দে। যদিও তিনি জানিয়েছিলেন, দলের মধেয় সমস্যা তৈরির জন্যই এই গুজব ছড়াচ্ছে গেরুয়া শিবির। সম্প্রতি আরজেডির সঙ্গে লালনের যোগাযোগ নিয়েও আলোচনা হয়েছে বিস্তর।