আজকাল ওয়েবডেস্ক:‌ এটাই পুরনো রীতি। বাজেট পেশের আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শনিবার সকালে নির্মলা সীতারামনও গিয়েছিলেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে। রাষ্ট্রপতি ভবনে নির্মলাকে দই ও চিনি খাইয়ে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এটাও পুরনো রীতি। 


রাষ্ট্রপতির সঙ্গে একান্তে বাজেট নিয়ে কিছুক্ষণ কথাও বলেন নির্মলা। এরপর রওনা দেন পার্লামেন্টের উদ্দেশে। এদিকে, বাজেটসজ্জায় এবার নির্মলার পরনে সাদা ও সোনালি পাড়ের মধুবনী শাড়ি। বলা হচ্ছে, মধুবনী শিল্পের প্রতি সম্মান প্রদর্শনে এই সাজ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরেই বিহারে নির্বাচন। সে কারণেই সম্ভবত মধুবনী শাড়ি বেছে নিয়েছেন নির্মলা।


নির্মলা যে শাড়িটি পরেছেন সেটি বিহারের শিল্পী দুলারি দেবীর হাতে তৈরি। গত ২০২১ সালে পদ্মশ্রী সম্মান পেয়েছেন তিনি। মিথিলা আর্ট ইন্সটিটিউট তৈরি করে মধুবনী শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পদ্মশ্রী সম্মান দেওয়া হয় তাঁকে। বাজেট অধিবেশনে পরার জন্য এই শাড়িটি বিশেষভাবে তৈরি করেছেন দুলারি দেবী। 


প্রসঙ্গত, এই শাড়ির দাম অনেকটাই। যে কোনও মহিলারই এই শাড়ি পছন্দের। আর এই শাড়ি পরেই এবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 
প্রসঙ্গত, ২০১৯ থেকে বাজেট পেশ করে চলেছেন নির্মলা। প্রতিবার তাঁর শাড়িতে থাকে চমক। এবার থাকল মধুবনী।