আজকাল ওয়েবডেস্ক: অনেক তোড়জোড়, প্রস্তুতি। শেষমেষ এসেছিল সেই সময়। আনন্দ করে বরের কাছে এই প্রথম লন্ডনে যাচ্ছিলেন খুশবু রাজপুরোহিত। আমেদাবাদ থেকে ব্রিটেনের পথে চড়ে বলেছিলেন এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানে। কিন্তু অঙ্কুরেই সব শেষ। বিমান দুর্ঘটনায় নিহত ২৪২ জন যাত্রীর মধ্যে অন্যতম সদ্যবিবাহিতা খুশবু।

রাজস্থানের বালোতারা জেলার আরাবা গ্রামের বাসিন্দা খুশবু। এই বছরের জানুয়ারিতেই মনফুল সিংয়ের সঙ্গে তিনি বিয়ে করেছিলেন। তাঁর স্বামী লন্ডনে একজন ছাত্র এবং বিয়ের পর তিনি প্রথমবারের মতোবরের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন খুশবু।

খুশবু ছিলেন আরাবার বাসিন্দা মদন সিং রাজপুরোহিতের মেয়ে।

বৃহস্পতিবার দপুর দেড়টা নাগাদ আমদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে ওড়ার পরই ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয়েছে ২৪২ জন যাত্রীরই। যে এলাকায় বিমান আছড়ে পড়েছে, সেখানেও অনেকে প্রাণ হারিয়েছেন। মৃতের প্রকৃত সংখ্যা অবশ্য এখনও জানা যায়নি। বৃহস্পতিবার এ কথা জানিয়ে দিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী।

এআই১৭১ নম্বরের বিমানটি বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে অহমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। সেটি ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। ওড়ার পর মুহূর্তের মধ্যে গুজরাতের মেঘানিনগরে লোকালয়ে বিমানটি ভেঙে পড়ে। পাইলট বিপদের ইঙ্গিত দিলেও তা কাজে আসেনি। মুহূর্তেই বিমানটিতে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। ঘটনার বেশ কিছু ভিডিয়ো প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে, বিমান ভেঙে পড়ার পরে আগুন এবং কালো ধোঁয়া বার হচ্ছে।