আজকাল ওয়েবডেস্ক: প্রশ্নফাঁসের ঝুঁকি এড়াতে অভূতপূর্ব বন্দোবস্ত হচ্ছে নিট-পিজিতে! পরীক্ষার মাত্র দু’ঘণ্টা আগে তৈরি হবে প্রশ্নপত্র। কেন্দ্রীয় সরকার এবং এনবিই সূত্রে এই খবর জানা গিয়েছে মঙ্গলবার। চলতি মাসেই নিট-পিজির আয়োজন হবে বলে কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। 
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দলের সঙ্গে সাইবার অপরাধ দমন বিভাগের আধিকারিকদের বৈঠকের পরে প্রশ্নফাঁসের সম্ভাবনা এড়াতে পরীক্ষার দু’ঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরির সিদ্ধান্ত হয়েছে বলে ওই খবরের দাবি। প্রসঙ্গত, গত ২৩ জুন স্নাতকোত্তর স্তরের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-পিজি হওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই ২৪ ঘণ্টা আগে তা স্থগিত হয়ে যায়। জল্পনা শুরু হয়, প্রশ্ন ফাঁস হওয়ার কারণেই পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছিল।