আজকাল ওয়েবডেস্ক: বড়দিনে অরুণাচলের রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল ২৬ তম জাতীয় সংহতি ও যুব নেতৃত্ব শিবির। এই বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের প্রধান ড. রবি রঞ্জন কুমার স্বাগত ভাষণ দেন। কলকাতার সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় আত্মনির্ভর ভারতে বিজ্ঞানের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে ভারতীয় সেনার মেডিক্যাল অফিসারেরা জীবন রক্ষার সাধারণ পাঠ এবং সাপে আক্রান্তদের চিকিৎসা সম্পর্কে আলোচনা করেন। আপৎকালীন ব্যবস্থা হিসাবে তাঁদের এই আলোচনা সকলকে সচেতন করেছে। বাচিক শিল্পী কাজল শূর দেশকে নেতৃত্ব দেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মঞ্চে একটি নাটকের আয়োজনও করা হয়েছিল। পরিচালনায় দায়িত্বে ছিলেন অমিতা ঘোষ রায়, অনুপম চট্টোপাধ্যায় এবং ডা. পারমিতা চক্রবর্তী। পড়ুয়াদের অভিনীত এই নাটকটি দর্শকদের যথেষ্ট মন কাড়ে। জুওলজি বিভাগের ডা. অর্ণব ঘোষ পডুয়াদের অভিনন্দন জানান।