আজকাল ওয়েবডেস্ক: জাতীয় স্তরের এক জনপ্রিয় কোচের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলল জাতীয় স্তরের ১৭ বছরের এক শুটার। যৌন নির্যাতনের বর্ণনা শুনেই শিউরে উঠেছে পুলিশ। ১৭ বছরের কিশোরীর অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে জাতীয় স্তরের ওই অভিযুক্ত প্রশিক্ষককে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ফরিদাবাদের এক হোটেলে। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, জাতীয় স্তরের ১৭ বছরের এক শুটারকে হোটেলের রুমে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে জাতীয় স্তরের প্রশিক্ষক অঙ্কুশ ভরদ্বাজের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রশিক্ষক অঙ্কুশকে আটক করেছে হরিয়ানা পুলিশ। পাশাপাশি প্রশিক্ষকের পদ থেকে তাঁকে সাসপেন্ড করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, কিশোরী শুটারের পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয়েছিল। গত মঙ্গলবার অভিযুক্ত প্রশিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। হোটেলের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করে জোরকদমে তদন্ত চালাচ্ছে পুলিশ।
পরিবারের তরফে জানানো হয়েছে, নয়া দিল্লিতে ড. কর্ণি সিং শুটিং রেঞ্জে জাতীয় স্তরের শুটিং প্রতিযোগিতা ছিল। সেই প্রতিযোগিতার আগেই হোটেলর রুমে কিশোরীকে খেলা নিয়ে আলোচনা করার অজুহাতে ডেকেছিলেন অঙ্কুশ। পারফরম্যান্স কীভাবে আরও ভাল করা যায়, তা নিয়েই পরামর্শ দেবেন বলে জানিয়েছিলেন। ফরিদাবাদের পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে অঙ্কুশের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। হোটেলের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
দেশের ১৩ জন জাতীয় স্তরের পিস্তল কোচের মধ্যে একজন অঙ্কুশ। তাঁকে এই পদে এনেছিল ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। যৌন হেনস্থার অভিযোগের পর তাঁকে সাসপেন্ড করা হয়েছে ওই দপ্তর। পুলিশ আরও জানিয়েছে, প্রথমে কিশোরীকে হোটেলের লবিতে দেখা করতে বলেছিলেন অঙ্কুশ। পরে জোরজবরদস্তি করে রুমে নিয়ে যান। যৌন হেনস্থার পর কিশোরীকে হুমকিও দিয়েছিলেন অঙ্কুশ। কিশোরী শুটারের কেরিয়ার নষ্ট করে দেওয়া ও পরিবারের ক্ষতি করার হুমকি দিয়েছিলেন তিনি।
এই ঘটনার পরেই দ্রুত হোটেল থেকে বেরিয়ে যায় কিশোরী। তড়িঘড়ি পরিবারকে জানায়। এরপর থানায় অভিযোগ জানানো হয় অঙ্কুশের বিরুদ্ধে। কিশোরী আরও জানিয়েছে, আরও এক কিশোরী শুটারকে যৌন হেনস্থা করেছিলেন অভিযুক্ত প্রশিক্ষক অঙ্কুশ। ঘটনাটি ঘিরে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ।
