আজকাল ওয়েবডেস্ক: ছুটি কাটাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হল নাগপুরের এক পরিবার। হিমাচল প্রদেশের মানালিতে বেড়াতে গিয়ে জিপলাইনে চড়ার সময় দড়ি ছিঁড়ে প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে গুরুতর জখম হয় ১০ বছর বয়সি তৃষা বিজওয়ে নামের এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে গত ৮ জুন, মানালির একটি জনপ্রিয় জিপলাইন পর্যটন কেন্দ্রে।

?ref_src=twsrc%5Etfw">June 15, 2025

নাগপুরের বাসিন্দা প্রফুল্ল বিজওয়ে তাঁর স্ত্রী কন্যাকে নিয়ে সেখানে গিয়েছিলেন ছুটি কাটাতে। জিপলাইনে চড়ার সময় আচমকা তার ছিঁড়ে গেলে মাঝ আকাশে ঝুলে থাকা অবস্থাতেই খাদে পড়ে যায় তৃষা। জানা গিয়েছে, ভয়ঙ্কর এই দুর্ঘটনার ফলে তৃষা নামক ওই নাবালিকার একাধিক জায়গায় হাড় ভেঙে গিয়েছে। পরিবারের অভিযোগ, ঘটনাস্থলে কোনও পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল না এবং দুর্ঘটনার পরপরই তারা কোনওরকম সাহায্য পাননি। প্রথমে মানালির একটি হাসপাতালে তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসা করা হয় তাকে।

এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় চণ্ডীগড়ের একটি হাসপাতালে। বর্তমানে তৃষা নাগপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। বিজওয়ে পরিবার দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, যেখানে দেখা যায় কীভাবে মাঝপথে ছিঁড়ে যায় জিপলাইনের দড়ি। তাঁরা এই ঘটনায় জিপলাইন সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও অ্যাডভেঞ্চার পর্যটন এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন।