আজকাল ওয়েবডেস্কঃ অবাক কাণ্ড! অর্ডার দেওয়া হয়েছিল পনির বিরিয়ানি, এল মটন বিরিয়ানি।

ফের গণ্ডগোল! অনলাইন খাবার সংস্থা আরও একবার ভুল খাবার অর্ডার দিল। এমনটাই খবর। তবে এবার আর অভিযোগ উঠল না সংস্থার বিরুদ্ধে। বরং সংস্থাকে ধন্যবাদ জানল ক্রেতা। কারণ ভাগ্যচক্রে পনিরের বদলে মটন খাওয়ার সুযোগ হয়ে যায় তাঁর।   

ঘটনা হল, অনলাইনে পনির অর্ডার দিয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু এল মটন বিরিয়ানি। তাতেই আনন্দিত তিনি। খুশির চোটে  ওই ব্যক্তি  পোস্ট করে ধন্যবাদ জানান সংস্থাকে। 
এরপর ওই পোস্টটি সংস্থার নজরে আসে। সংস্থাও পাল্টা ওই ব্যক্তিকে ঘটনা তদন্ত করার বিষয়ে আশ্বাস দেয়। উত্তরে তিনি সংস্থাকে  ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘ এই ঘটনায় আমার কোনও অভিযোগ নেই। বরং ভালোই হয়েছে বলেই তিনি জানান।’

প্রসঙ্গত, কিছুদিন আগেই খাবার ডেলিভারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ করে এক তরুণী বলেন, নবরাত্রিতে ভেজ বিরিয়ানি অর্ডার করেছিলেন তিনি। কিন্তু ডেলিভারি হয়েছে মটন বিরিয়ানি। ভিডিও শেয়ার করে তা জানান ওই তরুণী। যা ভাইরাল হয়ে গিয়েছিল নেটদুনিয়ায়।  তরুণীর অভিযোগের পরে বিষয়টি  বিতর্ক জন্ম হয়েছিল নেটপাড়ায়।