আজকাল ওয়েবডেস্ক: টি–২০ বিশ্বকাপ খেলা নিয়ে টালবাহানা করেই চলেছে পাকিস্তান। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় আইসিসির উপর রেগে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডও বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে। আবার অন্য সূত্রের দাবি, পুরো বিশ্বকাপ বয়কট না করলেও ভারত ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান।
গত সোমবারই গোটা বিষয়টি নিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথা বলেছেন মহসিন নকভি। এরপরই তিনি জানান, শুক্রবার বা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এই পরিস্থিতিতে জানা যাচ্ছে, পাকিস্তান দল নাকি ২ ফেব্রুয়ারি সোমবার টি–২০ বিশ্বকাপ খেলতে পাকিস্তান উড়ে যাবে। ইতিমধ্যেই পাক দলের জন্য নাকি কলম্বোর বিমানের টিকিট বুক করা হয়ে গিয়েছে। আর এতেই স্পষ্ট যে পাকিস্তান বিশ্বকাপ বয়কটের পথে হাঁটছে না।
এই মুহূর্তে পাকিস্তান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি–২০ সিরিজ খেলছে। এক ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ও অস্ট্রেলিয়া দল নাকি একসঙ্গেই কলম্বোয় পৌঁছবে।
যা পরিস্থিতি, তাতে পাক সরকার সিদ্ধান্ত জানানোর আগেই পাক ক্রিকেট দলের বিমানের টিকিট কাটার খবর প্রকাশ্যে এসেছে।
এটা ঘটনা, বিশ্বকাপ বয়কট করার ব্যাপারে নিজের দেশ থেকেই খুব একটা সমর্থন পাচ্ছেন না মহসিন নকভি। রাষ্ট্রপতি আসিফ জারদারি, সামরিক বাহিনী এবং পিসিবির প্রাক্তন দুই চেয়ারম্যান নাজম শেঠি ও রামিজ রাজার পরামর্শ নাকি নিয়েছেন নকভি। তাঁরা প্রত্যেকেই পাকিস্তানকে বিশ্বকাপে খেলতে পাঠানোর পক্ষেই মত দিয়েছেন। এমনকি ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কট না করার পরামর্শও দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে শুক্রবার পাক সরকার কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। তবে ঘটনা যেদিকে মোড় নিচ্ছে, তাতে অন্তত স্পষ্ট যে টি–২০ বিশ্বকাপ বয়কটের পথে যাচ্ছে না পাকিস্তান। কারণ আইসিসি জানিয়েই দিয়েছে, যে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে বাংলাদেশকে টুর্নামেন্টে নিয়ে নেওয়া হবে। মনে করা হচ্ছে, এই হুমকির পরেই নিজেদের অবস্থান থেকে সরে আসছেন মহসিন নকভিরা।
