আজকাল ওয়েবডেস্ক: বর্ষশেষে বোমাতঙ্ক মুম্বইয়ে।বর্ষবরণের রাতে পরপর বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে ফোন। যার জেরে আরও আঁটসাঁট নিরাপত্তা বাণিজ্যনগরীতে।
পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেল ৬টা নাগাদ ফোন আসে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে। ফোনে বলা হয়, ‘মুম্বইয়ে পর পর বিস্ফোরণ হবে।’ এরপরই ফোন কেটে দেওয়া হয়। এই ফোনের পরেই শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। যদিও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
কিন্তু হুমকির নেপথ্যে কে বা কারা, কোথা থেকে এই ফোন এসেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ৩১ ডিসেম্বর সন্ধে থেকে বর্ষবরণের হুল্লোড়ে মাতবেন শহরবাসী। তার আগে উচ্চ সতর্কতা জারি হল মুম্বইয়ে। আরও বাড়ানো হল নিরাপত্তা।
পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেল ৬টা নাগাদ ফোন আসে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে। ফোনে বলা হয়, ‘মুম্বইয়ে পর পর বিস্ফোরণ হবে।’ এরপরই ফোন কেটে দেওয়া হয়। এই ফোনের পরেই শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। যদিও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
কিন্তু হুমকির নেপথ্যে কে বা কারা, কোথা থেকে এই ফোন এসেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ৩১ ডিসেম্বর সন্ধে থেকে বর্ষবরণের হুল্লোড়ে মাতবেন শহরবাসী। তার আগে উচ্চ সতর্কতা জারি হল মুম্বইয়ে। আরও বাড়ানো হল নিরাপত্তা।
