আজকাল ওয়েবডেস্ক: আজব কাণ্ড। মুম্বইয়ের লোয়ার পারেল এলাকায় এক বাসিন্দার বাড়িতে ওষুধের অর্ডার দিতে এসে বার বার কলিং বেল বাজিয়েছিলেন ডেলিভারি বয়। তাতেই চটে যান বাড়ির মালিক। চরম বিরক্তিতে শেষপর্যন্ত এয়ারগান চালিয়ে দেন! তবে এই ঘটনায় কারোর কোনও আঘাত লাগেনি বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগকারী ডেলিভারি বয় জানিয়েছেন যে, অভিযুক্ত ব্যাক্তি প্রথমে ফোনে ওষুধ অর্ডার করেছিলেন। কিন্তু পরে প্যাকেটটি ভুল বলে দাবি করেন এবং তা গ্রহণ করতে অস্বীকার করেন। চলে তর্ক বিতর্ক। এর পর, ক্রমশ যা বচসার রূপ নেয় এরপরই মেজাজ ধরে রাখতে না পেরে এয়ারগান দিয়ে শূন্য়ে গুলি চালিয়ে দেন তিনি। অভিযুক্ত ব্যক্তির নাম সৌরভ কুমার অবিনাশ কুমার সিং (৩৫)।
৩৫ বছর বয়সী অভিযুক্ত এবং ডেলিভারি বয়, উভয়কেই আরও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন- পেটিএম ব্যবহারকারীরা সাবধান, ৩১ অগাস্টের আগেই এই কাজ করুন, না হলেই বড় ক্ষতি
তদন্তের সময়, অভিযুক্ত সৌরভ কুমার অবিনাশ কুমার সিং স্থানীয় একটি দোকান থেকে ওষুধ অর্ডার করার কথা স্বীকার করেছেন। কিন্তু ডেলিভারি বয়ের জেদে তিনি বিরক্ত হয়েছিলেন বলে দাবি করেন। তাঁর কথায়, ডেলিভারি বয় বারবার ডোরবেল বাজানোর কারণে তিনি এয়ার রাইফেল থেকে শূন্য়ে গুলি চালাতে বাধ্য হন।
অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
