আজকাল ওয়েবডেস্ক: ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা একেবারে তলানিতে। যার জেরে ফের ভয়ঙ্কর দুর্ঘটনা। কুয়াশায় দৃশ্যমানতা কমে যেতেই একের এক পর গাড়ির মুখোমুখি সজোরে সংঘর্ষ। দুর্ঘটনায় একাধিক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে হরিয়ানার বলাগড়ের কাছে দিল্লি-সোনিপাত রোডে। পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল বলাগড়ের কাছে। এর জেরেই প্রথমে দু'টি গাড়ির মুখোমুখি সজোরে সংঘর্ষ হয়। তাতেই গাড়ি দু'টির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
এরপর আরও একটি গাড়ি এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির সামনে ধাক্কা মারে। এরপর তৃতীয় গাড়িটি ক্ষতিগ্রস্ত অবস্থায় রাস্তাতেই উল্টে পড়ে থাকে। মোট তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এদিন। তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল ভারতের মৌসম ভবন জানিয়েছিল, আজ মঙ্গলবার দিল্লি, চণ্ডীগড় ও হরিয়ানায় ঘন কুয়াশার দাপট থাকবে। দিল্লিতে এর জেরে লাল সতর্কতা জারি রয়েছে। ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে হরিয়ানাতেও।
দিন কয়েক আগেই ঘন কুয়াশার জেরে আরেকটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। সকালে ঘন কুয়াশার জেরে দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে অন্তত সাতটি বাস, তিনটি গাড়ির সংঘর্ষ হয়। সজোরে ধাক্কার পরেই গাড়িগুলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ভোর ৪:৩০ মিনিটে মথুরার বলদেব এলাকায় এই দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল। ৩৫ জন আহত হয়েছিলেন।
এর আগে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে আরেকটি দুর্ঘটনা ঘটেছিল। ধোঁয়াশার জেরে পরপর কুড়িটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। উল্টে যায় একাধিক ট্রাক। এর ফলে দুই পুলিশকর্মী-সহ চারজনের মৃত্যু হয়েছিল। গুরুতর আহত হয়েছিলেন ২০ জন। কুয়াশা ও ধোঁয়াশার জেরে পরপর কয়েকটি ভয়াবহ দুর্ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
