আজকাল ওয়েবডেস্ক : বিদেশ থেকে এক ব্যক্তির দেহে মাঙ্কি পক্স লক্ষণ নিয়ে সকলে চিন্তিত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যে ওই ব্যক্তিকে হাসপাতাল ভর্তি করেছে। তার নমুনা সংগ্রহ করে সঠিক সিদ্ধান্ত নিতে চাইছে কেন্দ্রীয় সরকার। 

 

ওই ব্যক্তিকে আলাদা রাখা হয়েছে। তিনি বর্তমানে সুস্থ রয়েছে। তবে নমুনা রিপোর্ট হাতে পেলে তবে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 

 

ইতিমধ্যে বলা হয়েছে এই নিয়ে ভয় পাবার কিছু নেই। ভারতে এর মোকাবিলা করার জন্য সবাই তৈরী আছে। তবে আগে থেকে সতর্ক হলে এর প্রভাব থেকে নিজেকে রক্ষা করা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে একটি বিশেষ রোগ হিসাবে চিহ্নিত করেছে। তাই সতর্ক রয়েছে কেন্দ্র।

 

আশির দশকে প্রথম মাঙ্কি পক্সের খোঁজ মেলে। তার পর থেকে মূলত পশ্চিম এবং মধ্য আফ্রিকার দেশগুলিতেই এই রোগ সীমাবদ্ধ ছিল। কারণ মাঙ্কি পক্স পশুবাহিত রোগ। আর যে ধরনের পশুর শরীর থেকে এ রোগ ছড়ানোর আশঙ্কা তাদের বাস মূলত গ্রীষ্মপ্রধান এলাকার বৃষ্টি বনাঞ্চলে। চিকেন পক্সের মতো পক্সের ক্ষেত্রে কেবল গায়ে দানা কিংবা ফুসকুড়ি বেরোয়। কিন্তু মাঙ্কি পক্সের ক্ষেত্রে সারা গায়ের পাশাপাশি, লসিকাবাহেও ছড়িয়ে পড়ে সংক্রমণ। এই ভাইরাসের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে।