আজকাল ওয়েবডেস্ক: একবার নয়, একাধিকবার মেয়ের শ্লীলতাহানি। এবার রণং দেহি মেজাজে ধরা দিলেন মা। ভরা রাস্তায় জনসমক্ষে অভিযুক্ত যুবককে বেধড়ক মারধর করলেন। রাগে ফুঁসতে ফুঁসতে একটানা লাঠি দিয়ে মারধর করলেন তিনি। ঘটনার ভিডিওটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটে। জানা গিয়েছে, নাবালিকাকে একাধিকবার শ্লীলতাহানির চেষ্টা এবং কয়েকবার শ্লীলতাহানিও করেছে ভিন ধর্মের অভিযুক্ত যুবক। তবে নাবালিকার কাছে হিন্দু বলেই পরিচয় দিয়েছিল সে। বারবার উত্যক্ত করায় মায়ের কাছে নালিশ করে সে। তারপর থেকেই যুবককে হাতেনাতে ধরার অপেক্ষায় ছিলেন মহিলা।
সম্প্রতি আবারও নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা করেছিল যুবক। এবার ঘটনাটি মহিলার চোখের সামনেই ঘটে। সেই সময়েই চিৎকার করে লোক জড়ো করে, যুবককে আটক করেন। এরপর দুইজন ব্যক্তি যুবকের হাত চেপে ধরেন। অন্যদিকে শক্ত লাঠি নিয়ে যুবককে বেধড়ক মারধর করেন মহিলা। ভিতরে জমে থাকা ক্ষোভ যেন কিছুতেই ফুরোচ্ছিল না। লাঠি উঁচিয়ে বারবার যুবকের দিকে তেড়ে যাচ্ছিলেন তিনি।
ঘটনার পর রাস্তায় বহু লোক জড়ো হন। তাঁরা কেউই মহিলাকে থামাননি। বরং যুবক যাতে পালাতে না পারে, তার জন্য ঘিরে ধরে ছিলেন। যুবককে মারধরের ভিডিওটি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতকিছুর পরেও থানায় অভিযোগ জানাননি মহিলা। পুলিশ এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি।
