আজকাল ওয়েবডেস্ক: শিমলার ইন্দিরা গান্ধি মেডিক্যাল কলেজ (আইজিএমসি) হাসপাতালে তুলকালাম। এক রোগীকে মারধরের অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। সোমবারের এই ঘটনায় হিমাচল প্রদেশে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অর্জুন পনওয়ার নামে এক ব্যক্তি শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন। শ্বাসকষ্ট শুরু হওয়ায় তিনি পাশের একটি ওয়ার্ডের বিছানায় শুয়ে পড়েন। অর্জুনের দাবি, কোনও কারণ ছাড়াই ওই চিকিৎসক তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন। প্রতিবাদ করতেই শুরু হয় বচসা। চরম কথা-কাটাকাটি থেকে চিকিৎসক তাঁকে মারধর করেন বলে অভিযোগ।
আক্রান্ত ওই ব্যক্তির কথায়, "আমার ব্রঙ্কোস্কপি হওয়ার পর শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। আমি অক্সিজেনের কথা বলতেই চিকিৎসক রেগে গিয়ে জানতে চান আমি সেখানে ভর্তি কি না। আমি তাঁকে ভদ্রভাবে কথা বলতে বলায় তিনি আমাকে 'তুই' বলে সম্বোধন করেন। ওঁর ব্যবহার নিয়ে প্রশ্ন তুলতেই উনি মারমুখী হয়ে ওঠেন।"
ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে থাকা অবস্থায় ওই রোগীকে বারবার মারছেন চিকিৎসক। নিজেকে বাঁচাতে কার্যত গুটিয়ে রয়েছেন ওই ব্যক্তি।
ঘটনার প্রতিবাদে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি জানিয়েছেন। হাসপাতালের সুপার ডঃ রাহুল রাও জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গড়া হয়েছে। দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
