আজকাল ওয়েবডেস্ক: তেইশের সেমিফাইনালে গেরুয়া ঝড়। রবিবার চার রাজ্যের ভোটের ফল প্রকাশের পর এবার নজরে উত্তর-পূর্বের রাজ্য মিজোরাম। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। গণনার শুরুতেই এগিয়ে রয়েছে ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্ট।
২০১৮ সালে এই রাজ্যে ক্ষমতা হাতছাড়া হয় কংগ্রেসের। এবার ক্ষমতা ফিরে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। ৪০ আসন বিশিষ্ট মিজোরামে সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার হল ২১। গণনার প্রথম ট্রেন্ডে মিজো ন্যাশনাল ফ্রন্ট ও জোরাম পিপলস্ মুভমেন্টের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তিন রাজ্যে জিতলেও, এই রাজ্যে বিজেপির ঝুলিতেই বা যাবে কটা আসন থাকবে, তার দিকে নজর সকলের।
উল্লেখ্য, মিজোরাম, তেলেঙ্গানা, ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশ, পাঁচ রাজ্যের ভোটের বিজ্ঞপ্তি একসঙ্গে জারি করেছিল নির্বাচন কমিশন। ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে পাঁচ রাজ্যের ভোটগ্রহণও সম্পন্ন হয়েছে। রবিবার পাঁচ রাজ্যেই একসঙ্গে ভোটগণনা হওয়ার কথা ছিল। কিন্তু মিজোরামের ভোটগণনা একদিন পিছিয়ে সোমবার করা হয়েছে। শুক্রবার এই ঘোষণা করে নির্বাচন কমিশন।
২০১৮ সালে এই রাজ্যে ক্ষমতা হাতছাড়া হয় কংগ্রেসের। এবার ক্ষমতা ফিরে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। ৪০ আসন বিশিষ্ট মিজোরামে সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার হল ২১। গণনার প্রথম ট্রেন্ডে মিজো ন্যাশনাল ফ্রন্ট ও জোরাম পিপলস্ মুভমেন্টের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তিন রাজ্যে জিতলেও, এই রাজ্যে বিজেপির ঝুলিতেই বা যাবে কটা আসন থাকবে, তার দিকে নজর সকলের।
উল্লেখ্য, মিজোরাম, তেলেঙ্গানা, ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশ, পাঁচ রাজ্যের ভোটের বিজ্ঞপ্তি একসঙ্গে জারি করেছিল নির্বাচন কমিশন। ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে পাঁচ রাজ্যের ভোটগ্রহণও সম্পন্ন হয়েছে। রবিবার পাঁচ রাজ্যেই একসঙ্গে ভোটগণনা হওয়ার কথা ছিল। কিন্তু মিজোরামের ভোটগণনা একদিন পিছিয়ে সোমবার করা হয়েছে। শুক্রবার এই ঘোষণা করে নির্বাচন কমিশন।
