আজকাল ওয়েবডেস্ক: কী আম নেই তাঁর বাগানে! গত এক দশকেরও বেশি সময় ধরে নিজের বাগানে তিনি ফলিয়ে আসছেন বিভিন্ন জাতের আম। আর উত্তরপ্রদেশের মালিহাবাদের বাসিন্দা পদ্মশ্রী কৃষক কলিমুল্লাহ খানের সবথেকে বড় বিশেষজ্ঞ হল, বিভিন্ন ধরনের হাইব্রিড আমের নামকরণ করা হয়েছে দেশের বিভিন্ন সেলিব্রিটিদের নামে। রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে বলিউড সেলিব্রিটি, প্রধানমন্ত্রী, ক্রিকেটার কে নেই সেই তালিকায়! তাঁর বাগানে রয়েছে 'অমিতাভ আম', 'ঐশ্বর্য আম', 'সচিন আম', এমনকি ‘নরেন্দ্র মোদি আম’, ‘অমিত শাহ আম’ এবং ‘সনিয়া গান্ধী আম’ও।

এবার ফের সংবাদ শিরোনামে এলেন তিনি। সম্প্রতি, পহেলগাঁওয়ের মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারত। যার নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় সেনার এই অপারেশনকে সম্মান জানিয়েই পদ্মশ্রী কৃষক কলিমুল্লাহ খান এবার তৈরি করেছেন দুটি নতুন জাতের আম। তার নাম রেখেছেন ‘রাজনাথ আম’ ও ‘সিঁদুর আম’। এই নামকরণ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সফল মিসাইল স্ট্রাইককে উৎসর্গ করে।

কলিমুল্লাহ জানান, ‘যাঁরা দেশের জন্য ব্যতিক্রমী অবদান রেখেছেন, তাঁদের শ্রদ্ধা জানিয়েই এই আম তৈরি করা। ভারতীয় সেনার অভিযানের সাফল্যের পর থেকেই আমি চেয়েছিলাম এক বিশেষ জাতের আম তৈরি করতে’। জানা গিয়েছে, এই দুই আমের জাত তৈরি করতে চৌসা, আমিগুদর্শা, ল্যাংড়া ও দশেহরির সংমিশ্রণ ব্যবহার করা হয়েছে। আমগুলি শুধুমাত্র জুন-জুলাই মাস পর্যন্ত পাওয়া যাবেষ তবে এই বিশেষ আমগুলি বাণিজ্যিকভাবে বিক্রি করেন না কলিমুল্লাহ। বরং যাঁরা তাঁর বাগানে আম দেখতে আসেন সেই দর্শনার্থীদের নিঃশুল্ক বিতরণ করা হয়। কলিমুল্লাহর ছেলে নাজিমুল্লাহ খান জানান, ‘২০১৪ সালে আমরা ‘নমো আম’ এবং ২০১৭ সালে ‘যোগীজি আম’ তৈরি করেছিলাম। এবার সেনাবাহিনী ও রাজনাথ সিংকে উৎসর্গ করলাম এই নতুন আম’। তবে এত কিছুর মধ্যে কলিমুল্লাহর পছন্দের আম কোনটি? তিনি জানান, ‘ঐশ্বর্যা আম’।