আজকাল ওয়েবডেস্ক:প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে খুন করেছিলেন। তারপর দেহ টুকরো টুকরো করে ভরে রেখেছিলেন ড্রামে। মীরাটের ঘটনা প্রকাশ্যে আসতেই জোর চর্চা হয়। মীরাটের সৌরভ খুনে স্ত্রী মুসকান এবং প্রেমিক সাহিল জেলবন্দী। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, জেলেই জানা গিয়েছে মুসকান অন্তঃসত্ত্বা।
 
 সোমবার তা প্রকাশ্যে আসে। জানা গিয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েই বিষয়টি নজরে আসে। ঘটনা প্রসঙ্গে  সিনিয়র জেল সুপার বীরেশ রাজ শর্মা জানিয়েছেন, কারাগারে আসা প্রতিটি মহিলা বন্দীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং গর্ভাবস্থা পরীক্ষা করা হয় এবং মুসকানের পরীক্ষাও এই প্রক্রিয়ার একটি অংশ ছিল। ঘটনাটি নিশ্চিত করেছেন চিকিৎসকও। আরও স্বাস্থ্য পরীক্ষা করা হবে মুসকানের, চিকিৎসক জানিয়েছেন তেমনটাই।
প্রেমের সম্পর্কের পরিণতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল সৌরভ রাজপুত ও মুসকান রাস্তোগি। সৌরভ মার্চেন্ট নেভি ছিলেন পেশায়। সেই চাকরি ছেড়ে বাড়িতে ফেরেন। মাঝে পারিবারিক অশান্তি, সৌরভের বাবা-মায়ের থেকে পৃথক থাকার ঘটনাও ঘটে। এসবের মাঝেই জন্ম নেয় সৌরভ-মুসকানের মেয়ে। এতদূর পর্যন্ত সব ঠিক থাকলেও দু’ জনের সম্পর্কে ফাটল ধরে সৌরভের বন্ধু সাহিলের সঙ্গে মুসকান সম্পর্কে জড়ানোর পর। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, পারিবারিক অশান্তি তীব্র হওয়ার পর, ফের জাহাজের কাজে ফিরে যান সৌরভ। সম্প্রতি মেয়ের জন্মদিনের জন্য ফিরে এসেছিলেন দিনকয়েকের ছুটিতে। ওই ছুটির মাঝেই ৪ মার্চ স্ত্রী এবং বন্ধু মেলে পরিকল্পনা করে খুন করে সৌরভকে। ১৫ টুকরো করে, ড্রামের মধ্যে ভরে সিমেন্ট দিয়ে আটকে দেয়।
