আজকাল ওয়েবডেস্ক: ফের ধস জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে। একদিকে প্রবল বৃষ্টি, অন্যদিকে তুষারপাত। এর মাঝে বুধবার চন্দরকোট এবং বানিহালের মধ্যে হাইওয়েতে ধস নামে। রামবান জেলায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর ধস নামে। যার জন্য আটকে পড়েছে একশোর বেশি যাত্রীবাহী গাড়ি।
প্রশাসন সূত্রে খবর, রামবান জেলায় সোমবার থেকে ব্যাপক বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জেরে জেলার বহু জায়গায় ধস নেমেছে। ভোগান্তিতে পর্যটকরা। সোমবারেও জাতীয় সড়ক বন্ধ ছিল। বুধবারের ধসের পর ফের তা বন্ধ করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত তিনদিন ধরেই জাতীয় সড়কে যানজট রয়েছে। পরপর ধসের কারণে আটকে পড়ছে বহু গাড়ি। জাতীয় সড়কের যে সব জায়গায় ধস নেমেছে, দ্রুত সেই ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে। তুষারপাতের কারণে কাজ বিঘ্নিত হচ্ছে। তুষারপাতের কারণে শ্রীনগর-লাদাখ সড়কও বন্ধ রয়েছে। এর মাঝেই কাশ্মীরের উঁচু এলাকায় তুষারধসের সতর্কতা জারি রয়েছে আবহাওয়া দপ্তর।
প্রশাসন সূত্রে খবর, রামবান জেলায় সোমবার থেকে ব্যাপক বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জেরে জেলার বহু জায়গায় ধস নেমেছে। ভোগান্তিতে পর্যটকরা। সোমবারেও জাতীয় সড়ক বন্ধ ছিল। বুধবারের ধসের পর ফের তা বন্ধ করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত তিনদিন ধরেই জাতীয় সড়কে যানজট রয়েছে। পরপর ধসের কারণে আটকে পড়ছে বহু গাড়ি। জাতীয় সড়কের যে সব জায়গায় ধস নেমেছে, দ্রুত সেই ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে। তুষারপাতের কারণে কাজ বিঘ্নিত হচ্ছে। তুষারপাতের কারণে শ্রীনগর-লাদাখ সড়কও বন্ধ রয়েছে। এর মাঝেই কাশ্মীরের উঁচু এলাকায় তুষারধসের সতর্কতা জারি রয়েছে আবহাওয়া দপ্তর।
