আজকাল ওয়েবডেস্ক: ব্যাঙ্ক যেন কুস্তির আখড়া! আমেদাবাদের ইউনিয়ন ব্যাঙ্কের বস্ত্রাপুর শাখায় ব্যাঙ্ক ম্যানেজার এবং গ্রাহকের মধ্যে মারামারির ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, জাইমান রাওয়াল নামে এক ব্যক্তি (ওই ব্য়াঙ্কের গ্রাহক-ও) ব্যাঙ্কের ম্যানেজারকে সপাটে চড় মারছেন। এখানেই থামেননি তিনি। তারপর ম্যানেজারের কলার ধরেও বেশ কয়েক ঘা কষিয়েছেন তিনি। কেন এই লড়াই? জানা গিয়েছে, ফিক্সড ডিপোজিটের উপর বর্ধিত হারে কর কাটার কারণে  অসন্তুষ্ট ছিলেন। যা নিয়েই গ্রাহক ও ব্যাংক ম্যানেজারের বাকবিতণ্ডা বাধে। শেষমেষ যা মারধরে পৌঁছায়।

৪৩-সেকেন্ডের একটি ভাইরাল ভিডিওতে, ম্যানেজার ও ওই গ্রহককে একে অপরের কলার ধরে থাকতে দেখা যাচ্ছে। ব্যাংক ম্যানেজার ও বাকি কর্মীদেরও মারধর করতে দেখা যায় গ্রহককে। ভিডিওতে একজন মহিলাকে তাঁর সহকর্মী শুভমকে ছেড়ে দিতে বলছেন বলেও শোনা যায়।

ভিডিও-তে দেখা যাচ্ছে, একজন বয়স্ক মহিলা, যিনি মারকুটে গ্রাহকের মা বলেই মনে হচ্ছে, তিনি বিরোধ মেটানোর চেষ্টা করছেন, দু'জনকেই টেনে সরানোর চেষ্টা করছেন। শেষে না পেরে উঠে সম্ভবত তাঁর ছেলে জাইমান রাওয়ালকে (গ্রাহক) থামতে বলে চড় মারেন।

ক্ষণিকের বিরতির পর অবশেষে ফের একই দৃশ্য নজরে পড়ে। গ্রাহক ও ব্যাঙ্ক ম্যানেজার ফের একে অন্যকে আক্রমণ করেন। 

?ref_src=twsrc%5Etfw">December 6, 2024

বস্ত্রাপুর পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। 

পাটনার গান্ধী ময়দান থানা এলাকায় কানারা ব্যাঙ্ক শাখায় একই ঘটনা ঘটেছিল। সিবিআইএল স্কোর নিয়ে এক গ্রাহকএকজন মহিলা ব্যাঙ্ক ম্যানেজারকে হয়রানি করেছিলেন। ম্যানেজারকে হুমকি দেওয়া হয়েছিল। একটি ভিডিওতে, একজন পুরুষকে একজন মহিলার দিকে হাঁটতে দেখা যায়, তিনি তাঁর দিকে আঙুল তুলেছেন এবং আঙুলটি প্রায় তাঁর মুখে পুরে দিচ্ছেন। এরপর সে তাঁর কাছ থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর লোকটি ফোনটি মহিলার কাছে ফিরিয়ে দেয় এবং কাছের একটি চেয়ারে গিয়ে বসেন। সেখানেই মহিলাকে হুমকি দেন। বলেন "কেউ আপনাকে সমর্থন করবে না। আমার সিআইবিআইএল স্কোর ঠিক করুন। দেখুন, আমি আপনার কেবিনে আপনার সঙ্গে কি করি। আপনি জানেন না আপনি কার সঙ্গে এসব করছেন। আপনি আমার সঙ্গে অন্যায় করেছেন।"

?ref_src=twsrc%5Etfw">December 7, 2024