আজকাল ওয়েবডেস্ক: গাজিয়াবাদে সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে৷ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি শহরের সায়া গোল্ড অ্যাভিনিউ নামক এক সোসাইটিতে জল সংকট নিয়ে ঘটেছে। খবর অনুযায়ী, সোসাইটির ভেতর এক ঝামেলাকে কেন্দ্র করে বিতর্কের জেরে সেখানকারই এক বাসিন্দাকে সোসাইটির রক্ষণাবেক্ষণ কর্মীরা বেধড়ক মারধর করেছে। ঘটনার একটি ভিডিও কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। রবিবার অর্থাৎ ১০ আগস্ট এই ঘটনা ঘটে বলে সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনা ঘিরে শোরগোল। 

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, এক ব্যক্তি সোসাইটির অফিসে বসে রক্ষণাবেক্ষণ কর্মীদের সঙ্গে সোসাইটির জল সমস্যার অভিযোগ করছিলেন। এরপর কথোপকথন ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। একটা পর্যায়ে ঝামেলা তীব্র আকার ধারণ করে। ভিডিওতে দেখা গিয়েছে দু’জনই দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলতে শুরু করেন। সেই সময় এক বাসিন্দা কর্মীকে আচমকা ধাক্কা দেন। আর তার পাল্টা প্রতিক্রিয়ায় কর্মী সেই ব্যক্তিকে ঘুষি চড় মারতে শুরু করেন।

ভিডিওতে দেখা গিয়েছে, ঘটনাস্থলে থাকা অন্য ক ঝামেলা থামানোর চেষ্টা করেন। তবে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে।
একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, 'গাজিয়াবাদের ফ্ল্যাটে আসল মালিক হচ্ছেন রক্ষণাবেক্ষণ কর্মীরা, যাঁরা আসলে স্থানীয় দুষ্কৃতী। এখানে আপনি কখনওই নিরাপদ নন, শুধু ইএমআই আর বিল দিন, মাথা নিচু করে থাকুন। মালিকানার কোনও অর্থ বা অধিকার এখানে নেই। আমার এক বন্ধুর সঙ্গেও বছর কয়েক আগে এমনই ঘটনা ঘটেছিল। লিফট খারাপ ছিল বলে অভিযোগ করায় তাঁকে হুমকি দেওয়া হয়েছিল।'

আরও পড়ুনঃ উত্তরকাশীতে আরও ভোগান্তিতে পর্যটকেরা, পরপর ভূমিধসে বন্ধ রাস্তা, চলছেনা যানবাহন...

ঘটনার প্রেক্ষিতে আরেকজন মন্তব্য করে লেখেন, 'গেটেড সোসাইটিতে বসবাস করা মানে কোনও মালিকানাই নেই। আমি মনে করি মেট্রো শহরে ফ্ল্যাট কেনাটা বোকামি। প্রচুর টাকা দিয়ে ফ্ল্যাট কিনে আপনাকে এমন এক নিয়ন্ত্রিত পরিবেশে থাকতে হয় যেখানে অনেক বোকা বোকা নিয়মকানুন মেনে চলতে হয়, আর তার ওপর আবার রক্ষণাবেক্ষণ খরচও দিতে হয়।'

তৃতীয় একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করে বলেন, 'রক্ষণাবেক্ষণ কর্মী আর বিল্ডাররা আসলে গুণ্ডা। আর সবচেয়ে বড় সমস্যা হলো, মধ্যবিত্ত পরিবারগুলো কখনও একজোট হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে না। তারা আগে খুঁজতে শুরু করে কে আগে হাত তুলেছে, কার দোষ, কে শুরু করেছে? আপনি টাকা দিচ্ছেন আর বিনিময়ে পাচ্ছেন এমন আচরণ এবং একটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা?'

আরও পড়ুনঃ 'ডে-আউটে' বেরিয়ে শহরের খ্যাতনামা স্কুলের তিন ছাত্র গায়েব! অবশেষে যেভাবে মিলল, জানলে চমকে উঠবেন

এহেন চাঞ্চল্যকর ঘটনার জেরে সোসাইটিতে নিরাপত্তা এবং বাসিন্দাদের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। আবারও সামনে উঠে এসেছে এমন 'গেটেড' চার দেওয়ালের মাঝের ভয়াবহ কাহিনি। প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনওরকম মন্তব্য পাওয়া যায়নি বলেই খবর মিলেছে৷

আরও পড়ুনঃ আচমকা বাড়িতে ঢুকে আট বছরের শিশুকে ভয়াবহ আক্রমণ পথকুকুরের, এরপর যা হল জানলে চমকে উঠবেন আপনিও