আজকাল ওয়েবডেস্ক: আর্থিক অনটনের জেরে স্ত্রীর সঙ্গে তুমুল ঝামেলা যুবকের। ধারাল অস্ত্র নিয়ে স্ত্রীর উপর হামলা করে সে। মাঝ পথে মেয়ে মা'কে বাঁচাতে গিয়েই ঘটে বিপত্তি। রাগের মাথায় ধারাল অস্ত্র দিয়ে মেয়েকে কুপিয়ে খুন করল যুবক। নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ঘাতক যুবক।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে ১৩ বছরের এক নাবালিকা নাজাফগড় পুলিশ স্টেশনে ফোন করে খুনের ঘটনাটি জানায়। বাবা আবাস আলি মা ও দিদির উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা করেছে বলে পুলিশকে জানায় নাবালিকা। রাতেই ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ। রক্তাক্ত অবস্থায় সুফিয়া ও তাঁর মেয়ে রশ্মিনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা রশ্মিনাকে মৃত বলে ঘোষণা করেন। সুফিয়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, আর্থিক অনটনে সংসারের খরচ টানতে হিমশিম খাচ্ছিল যুবক। অভাবের জেরে রবিবার রাতে স্ত্রীর সঙ্গে ঝামেলা হয় তার। সেই সময় ছুরি নিয়ে স্ত্রীর উপর হামলা করে। মেয়ে বাঁচাতে গেলে, তাঁর গলায় কোপ মারে যুবক। তারপর ঘর থেকে পালিয়ে যায়। এফ আই আর দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একাধিক দল গঠন করে যুবকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।