আজকাল ওয়েবডেস্ক: বুধবার দুপুরে দিল্লির সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করন এক যুবক। তাঁর শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে। চিকিৎসার জন্য তাঁকে দ্রুত রামমোহন লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, যুবকের অবস্থা  সঙ্কটজনক। কী কারণে আত্মহত্যার চেষ্টা তা এখনও পর্যন্ত জানা যায়নি। 

ঘটনাস্থল থেকে আধ-পোড়া দুই পাতার নোট পাওয়া গিয়েছে। তবে তার বিষয়বস্তু, বিবরণ অস্পষ্ট। তবে পুলিশ সূত্রে খবর, নোটে দলিতদের প্রতি বঞ্চনার কথা ও মুর্দাবাদ লেখা রয়েছে। মিলেছে পেট্রোলও।

খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌছায় পুলিশ। অগ্নিদগ্ধ যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর ঘটনাস্থল ঘিরে দেয় পুলিশ। চলছে তদন্ত। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দল। দিল্লি পুলিশের ডিসিপি দেবেশ কুমার বলেছেন, "দগ্ধ যুবকের নাম জিতেন্দ্র। বছর ২৬-য়ের এই যুবক উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। সে রেলভবন চত্বরে আত্মহত্যার চেষ্টা করে। পুলিশ কনস্টেবলসহ কয়েকজন সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। এখন পর্যন্ত তদন্তে জানা গেছে যে উত্তরপ্রদেশের বাগপতে তার বিরুদ্ধে নথিভুক্ত কিছু মামলার কারণে তিনি সমস্যায় পড়েছেন। এখন পর্যন্ত কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আরও তদন্ত চলছে।"

 

?ref_src=twsrc%5Etfw">December 25, 2024