আজকাল ওয়েবডেস্ক: বোনের জন্য সরকারি চাকরির দাবি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করছিলেন। অবশেষে সমস্ত আশা ফুরিয়ে যাওয়ায় নিজেকে শেষ করে দিলেন এক যুবক। সোমবার দিল্লির যন্তর মন্তরে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সম্প্রতি ব্যাপক চাঞ্চল্য শহরজুড়ে।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম লোকেন্দ্র (৪০)। তিনি মধ্যপ্রদেশের মোরেনা জেলার বাসিন্দা। জানা গিয়েছে, মধ্যপ্রদেশ শিক্ষা দপ্তরে বোনের চাকরি চেয়ে গত জুলাই মাস থেকেই তিনি দিল্লিতে আন্দোলন করছিলেন। এর আগেও বহুবার তিনি যন্তর মন্তরে এসে বিক্ষোভ দেখিয়েছেন।

এই ঘটনার জেরে একজন প্রবীণ পুলিশকর্তা জানিয়েছেন, "লোকেন্দ্রের ভগ্নীপতি মধ্যপ্রদেশ শিক্ষা দপ্তরে পিওনের কাজ করতেন। ২০১৯ সালে তাঁর মৃত্যু হয়। এর পরেই লোকেন্দ্র সরকারের কাছে দাবি জানান, যেন মানবিকতার খাতিরে তাঁর বোনকে চাকরি দেওয়া হয়।"

ওই কর্তা আরও জানিয়েছেন, সোমবার সকাল ৯টা নাগাদ লোকেন্দ্র সম্ভবত নিজেকে গুলি করে আত্মঘাতী হন। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়৷ এর পরই গুলি লাগা অবস্থায় তাঁর নিথর দেহ উদ্ধার করে।

বর্তমানে পুলিশকর্মীরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে। পুলিশকর্তা জানিয়েছেন, "কীভাবে ওই ব্যক্তি আত্মহত্যা করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।"

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় আচমকাই দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ। সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, একটি গাড়িতে বিস্ফোরণ হয়। তারপরই তাতে আগুন ধরে যায়৷ এর অভিঘাত এতই তীব্র ছিল যে আশেপাশের একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, ঘটনার জেরে কমপক্ষে ২২ টি গাড়ি ধ্বংস হয়েছে৷ 

সংবাদ সংস্থা এআনআই সূত্রে খবর, লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, বিস্ফোরণের পর, পনেরো জনকে লোক নায়ক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে আট জনের মৃত্যু হয়েছে হাসপাতাল পৌঁছনোর আগেই। তিনজনের অবস্থা গুরুতর বলেও জানা গিয়েছে। লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে বিস্ফোরণের পর ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। 

 দিল্লির ডেপুটি চিফ ফায়ার অফিসার এ কে মালিক ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, 'আমরা তথ্য পেয়েছি যে চাঁদনী চক মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করি। সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সন্ধ্যা ৭:২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে হতাহতের সম্ভাবনা রয়েছে। আমাদের সমস্ত দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।' 

দিল্লির ঘটনার পরেই, অ্যালার্ট জারি উত্তরপ্রদেশেও। এআনআই সূত্রে খবর, উত্তরপ্রদেশের আইন ও শৃঙ্খলা বিভাগের এডিজি অমিতাভ যশ জানিয়েছেন, ডিজিপি উত্তরপ্রদেশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের জেরে আশেপাশের আরও কয়েকটি গাড়িতে পরপর আগুন ধরে যায়। ঘটনাস্থলে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে যানবাহন চলাচল। জানা যাচ্ছে, পুরনো দিল্লি দিয়ে সমস্ত যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দিল্লি পুলিশের স্পেশাল সেলও পৌঁছেছে ঘটনাস্থলে