আজকাল ওয়েবডেস্ক: পুলিশের পরিচয় দিয়ে পরপর পাঁচ মহিলাকে বিয়ে। কাউকেই ডিভোর্স দেয়নি সে। বিচ্ছেদের অপেক্ষাও করত না। একটির পর একটি বিয়ে করেও, আরও একাধিক মেয়ের দিকে নজর ছিল তার। কারণ? উদ্দেশ্য একটাই। টাকা হাতানো। প্রতারণার অভিযোগে শনিবার অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল পুলিশ।

যুবক আদতে জাজপুরের বাসিন্দা। কিন্তু বর্তমানে থাকে ভুবনেশ্বরে। তাকে গ্রেপ্তারের পর, একটি গাড়ি, একটি মোটরবাইক, লক্ষাধিক টাকা এবং একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সেগুলো পুলিশ হেফাজতে রয়েছে। জেরায় পাঁচটি বিয়ের কথা স্বীকার করেছে ৩৪ বছরের যুবক। তার দুই স্ত্রী ওড়িশার বাসিন্দা, একজন কলকাতার, আরেকজন দিল্লির। পঞ্চম স্ত্রীর খোঁজ এখনও পায়নি পুলিশ।

পুলিশ সূত্রে খবর, পাঁচটি বিয়ের পরেও বিভিন্ন ম্যাট্রিমনি সাইটে অন্ততপক্ষে ৪৯টি মেয়ের সঙ্গে যোগাযোগ রাখছিল যুবক। তার নজর বিবাহ বিচ্ছিন্না তরুণী, বা বিধবা মহিলাদের উপর। টাকা হাতিয়ে উদ্দেশ্য পূরণ হলেই পরের বিয়ের তোড়জোড় শুরু করে সে।