আজকাল ওয়েবডেস্ক: গভীর রাতে ঘুমে আচ্ছন্ন বাড়ির সদস্যরা। সেই সময়ে পরপর ৮ জনকে কুপিয়ে খুন করল যুবক। খুনের পর বাড়ি থেকে পালিয়ে আত্মঘাতী হয় সে। নৃশংস হত্যাকাণ্ড ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মধ্যপ্রদেশে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ২.৩০ থেকে ৩টে নাগাদ খুনের ঘটনাটি ঘটেছে ছিন্দওয়াড়ার তামিমার কাছে জঙ্গলঘেরা এক আদিবাসী গ্রামে। মা, স্ত্রী, সন্তান সহ ৮ জন আত্মীয়কে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে দীনেশ নামের যুবক। ঘটনাস্থলে সকলের মৃত্যু হয়। কান্নাকাটি, চিৎকারের শব্দ শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। ঘর থেকে রক্ত বন্যা বয়ে যেতে দেখেন সকলে। তখনই বাড়ির পিছন থেকে পালিয়ে জঙ্গলে চলে যায় দীনেশ। কিছুক্ষণ পর সেই জঙ্গল থেকে দীনেশর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় দীনেশের ১০ বছরের ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, ঘাতক যুবক মানসিকভাবে অসুস্থ ছিল। কী কারণে এমন চরম পদক্ষেপ নিল, তা খতিয়ে দেখছে পুলিশ।