তুলা রাশিতে জুটি বানাচ্ছে চন্দ্র এবং শূল যোগ। নাম থেকেই স্পষ্ট যে এটি অত্যন্ত খতরনাক একটি যোগ। তুলা রাশিতে তৈরি হওয়া এই জুটির কুপ্রভাব পড়বে একাধিক রাশির জীবনে। ১৩ জানুয়ারি যারপরনাই খারাপ কাটবে ৪ রাশির। প্রতিপদে বাধার সম্মুখীন হতে হবে। মানসিক চাপে বিপর্যস্ত হয়ে পড়বেন। ছবি- এআই দ্বারা নির্মিত
2
9
সিংহ: সিংহ রাশির জাতকদের ১৩ জানুয়ারি দিনটি মোটেই সুবিধার কাটবে না। কথা বলার আগে বিবেচনা করে শব্দচয়ন করুন। অফিসে বা কাজের জায়গায় বাকি টিম মেম্বারদের কারণে বিপদে পড়তে পারেন। আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে কেউ। ছবি- এআই দ্বারা নির্মিত
3
9
আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। আত্মসংযম করে চলা জরুরি। অকারণ খরচ করা থেকে বিরত থাকুন। প্রেমের সম্পর্কও বিশেষ ভাল যাবে না। সঙ্গী সময় দেবে না। কথা বলার জন্যও বেশ অপেক্ষা করতে হতে পারে। ছবি- এআই দ্বারা নির্মিত
4
9
কন্যা: আত্মসম্মান আঘাত পেতে পারে কারও আচরণে। কোনও দুর্ঘটনার কবলে পড়তে পারেন। মানসিক চাপ বৃদ্ধি পাবে। সামান্য থেকে সামান্য ঘটনার কারণে বড় সমস্যা তৈরি হতে পারে। ছবি- এআই দ্বারা নির্মিত
5
9
আজকের দিনে যত কম কথা বলবেন ততই মঙ্গল। কোনও কথায় বা কারও কথায় চটজলদি প্রতিক্রিয়া দেখাবেন না। কঠোর পরিশ্রম করলেও ফল ভোগ করতে পারবেন না। কোনও নিকট বা প্রিয় মানুষের থেকে আঘাত পেতে পারেন। ঠকতে হতে পারে। ছবি- এআই দ্বারা নির্মিত
6
9
তুলা: তুলা রাশিতে যেহেতু এই জুটি তৈরি হচ্ছে তাই তার নেতিবাচক প্রভাব পড়বে এই রাশিতেও। হঠকারিতা করবেন না, জলদিতে কোনও সিদ্ধান্ত নিলে ভুগতে হতে পারে। কাজের জায়গায় দায়িত্ব এবং চাপ, দুই বাড়বে। ছবি- এআই দ্বারা নির্মিত
7
9
অনর্থক খরচ করবেন না। বিনিয়োগ করার আগে ভাল করে চিন্তা করুন। পরিবার বা নিকট কারও সঙ্গে কথা বলার সময় মাথা ঠান্ডা রাখুন। রাগ নিয়ন্ত্রণ করুন। ক্লান্তিভাব এবং মানসিক চাপ দুই থাকবে। ছবি- এআই দ্বারা নির্মিত
8
9
বৃশ্চিক: আজ সমস্ত কাজই বাধা পেতে হবে, ফলে লেট হবে। ভুল সময় ভুল কথা বললে তার মাশুল গুনতে হবে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। কাজের জায়গায় জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। ছবি- এআই দ্বারা নির্মিত
9
9
কর্মক্ষেত্রে রাজনীতির শিকার হবেন। তবে ধৈর্য হারাবেন না। অস্থিরতা এবং মানসিক চাপ থাকবে। কোনও ঘটনায় ঘুম উড়তে পারে। আত্মবিশ্বাস টলে যাবে। ছবি- এআই দ্বারা নির্মিত