রাজ্য থেকে শীত বিদায় নিচ্ছে না এখনই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাবস আরও কয়েকদিন খেলা দেখাবে শীত। পৌষ সংক্রান্তিতেও কনকনে ঠান্ডা অনুভূত হবে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। তার পরের পাঁচ দিনে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ, পারদ থাকবে স্বাভাবিকের নীচেই। উত্তরবঙ্গে আগামী সাত দিনে রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না।
2
6
আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর ফলে দৃশ্যমানতা কম হতে পারে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা।
3
6
মঙ্গলবার বিকেল থেকে সক্রিয় হবে উত্তুরে হাওয়া। উত্তুরে হাওয়া জোরালো হতেই আগামী দু’দিনে আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। জমিয়ে শীতের স্পেল বজায় থাকবে পৌষ সংক্রান্তি থেকে মাঘ মাসের প্রথম কয়েকটা দিনে।
4
6
আগামী দু'দিনে আরও কিছুটা নামবে সর্বনিম্ন তাপমাত্রা। আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলায় রোদের দাপটে শীতের অনুভূতি কিছুটা কমতে পারে, তবে সূর্যাস্তের পর এবং ভোরের দিকে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়বে।
5
6
কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম।
6
6
আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম।