আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট খেলার বল নিয়ে মতবিরোধের জেরে ব্যাপক মার খেতে হল শিক্ষককে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কর্ণাটকের বাগালকোট জেলার সাভালাগি গ্রামে। জানা গিয়েছে, ঘটনায় স্থানীয় এক বেসরকারি স্কুলের শিক্ষক রামু পূজারি (৩৬) মারাত্মকভাবে আহত হয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, ধাতব আংটির মতো অস্ত্র দিয়ে নির্মমভাবে আঘাত করা হয়েছে তাঁকে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার দুপুর ২:৩০ নাগাদ।

সূত্রের খবর, অভিযুক্ত পবন যাদব ওই শিক্ষকের চোখ, কাঁধ এবং গলায় একাধিকবার আঘাত করে। পূজারি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত দু’দিন আগে। ওই শিক্ষকের বাড়ির পাশে ক্রিকেট খেলা হচ্ছিল। সেই সময় ক্রিকেট বল পূজারির বাড়ির মধ্যে পড়ে। অভিযুক্ত যাদব বল আনতে এলে শিক্ষক বলেন, ‘তোমার বাড়ির কাউকে ডেকে বল ফেরত দেব আমি’।

কিন্তু সঙ্গে সঙ্গে তা না করায় ক্ষিপ্ত হয়ে উঠে অভিযুক্ত। অভিযোগ, সেই সময়েই যাদব ওই শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়। সোমবার ওই যুবক ক্ষমা চাওয়ার নাম করে স্কুলের অফিসে ঢুকে পূজারিকে প্রথমে গালিগালাজ করে এবং পরে পকেটে লুকোনো ধাতব আংটি দিয়ে পূজারির চোখ ও কপালে একাধিকবার আঘাত করে। যুবকের মারে গুরুতর আহত হন ওই শিক্ষক।পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভ ক্যামেরায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই শিক্ষককে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই, সাভালাগি থানার পুলিশ যাদবকে গ্রেপ্তার করেছে এবং তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।