আজকাল ওয়েবডেস্ক: ষাঁড়ের গুঁতোয় গুরুতর আহত হয়ে তামিলনাড়ুতে মৃত্যু হল ২৮ বছরের এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর শিবগঙ্গার কারাইকুডি এলাকায়। জানা গিয়েছে, এলাকায় উন্মত্ত ষাঁড় নিয়ন্ত্রণ করার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আনা হয়েছিল মোট দশটি ষাঁড়। প্রত্যেকটি ষাঁড়কে ৩০ মিনিটের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল খোলা মাঠে। নিয়ন্ত্রণের জন্য ছিলেন নয়জন মানুষ।
এই অনুষ্ঠানে অংশ নিতে মাদুরাই, ত্রিচি, রামানাথপুরম এবং পুদুকোট্টাই সহ বেশ কয়েকটি জেলা থেকে মানুষ এসেছিলেন। প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড চলাকালীন একটি ষাঁড় ধেয়ে সালেম জেলার কার্তিক নামের ওই ব্যক্তির দিকে। শিং দিয়ে সোজা ওই ব্যক্তির বুকে আঘাত করে ষাঁড়টি।
ঘটনার সঙ্গে সঙ্গেই আহত ব্যক্তিকে কারাইকুডি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরেই মাঝপথে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন কুন্দ্রাকুডি পুলিশের আধিকারিকরা।
এই অনুষ্ঠানে অংশ নিতে মাদুরাই, ত্রিচি, রামানাথপুরম এবং পুদুকোট্টাই সহ বেশ কয়েকটি জেলা থেকে মানুষ এসেছিলেন। প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড চলাকালীন একটি ষাঁড় ধেয়ে সালেম জেলার কার্তিক নামের ওই ব্যক্তির দিকে। শিং দিয়ে সোজা ওই ব্যক্তির বুকে আঘাত করে ষাঁড়টি।
ঘটনার সঙ্গে সঙ্গেই আহত ব্যক্তিকে কারাইকুডি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরেই মাঝপথে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন কুন্দ্রাকুডি পুলিশের আধিকারিকরা।
