আজকাল ওয়েবডেস্ক: রাতে খাওয়াদাওয়ার পর স্বামীকে ঘুম পাড়িয়ে দিয়েছিল স্ত্রী। মাথায় হাত বুলিয়ে দেওয়ায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলেন যুবক। এর কয়েক মিনিট পরেই স্বামীর মুখে বালিশ চেপে ধরে স্ত্রী ও তার প্রেমিক। শ্বাসরোধ করে খুনের পর প্রতিবেশীদের জানায়, ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে তাঁর! তদন্তে নেমেই খুনের কিনারা করল পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। পুলিশ জানিয়েছে, ৩৮ বছরের চন্দ্রসেনের সঙ্গে ৩০ বছরের দিশার বিয়ে হয়েছিল ১৩ বছর আগে। তাঁদের দুই কন্যা সন্তান ও ছ'বছরের একটি ছেলে রয়েছে। দু'বছর আগে হঠাৎ অসুস্থতার পর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন চন্দ্রসেন। তখন থেকেই তিনি শয্যাশায়ী। 

 

বিয়ের পর থেকেই দিশার চরিত্র নিয়ে সন্দেহ হত যুবকের। যা নিয়ে একাধিকবার অশান্তিও হয়েছে। দুই মাস আগে পেশায় মিস্ত্রি রাজাবাবু নামের এক যুবকের সঙ্গে দিশার আলাপ হয়। অল্প কয়েকদিনের কথাবার্তার পর দু'জনেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু পথের কাঁটা ছিলেন চন্দ্রসেন। কয়েক সপ্তাহ পর দিশার প্রেমের সম্পর্কের বিষয়টি তিনি জানতেও পারেন। এরপরই তাঁকে খুনের পরিকল্পনা করে দিশা। 

 

ঘটনার দিন রাতেই তার বাড়িতে গা ঢাকা দিয়ে ছিল ওই যুবক। খাওয়াদাওয়ার পর চন্দ্রসেনকে ঘুম পাড়িয়ে দেয় দিশা। এরপর প্রেমিকের সঙ্গে মিলে স্বামীর মুখে বালিশ চাপা দিয়ে, শ্বাসরোধ করে খুন করে। রাতেই প্রতিবেশীদের ডেকে জানায়, চন্দ্রসেনের মৃত্যু হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। রিপোর্টে জানা যায়, শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়েছে। দীর্ঘ জেরায় খুনের ঘটনাটি স্বীকার করে নিয়েছে দু'জনে। বর্তমানে পুলিশি হেফাজতে ঘাতক স্ত্রী ও তার প্রেমিক।