আজকাল ওয়েবডেস্ক: সামনেই ভোট মধ্যেপ্রদেশে। মধ্যপ্রদেশ সহ ৫ রাজ্যের ভোট সামনে রেখে সকল রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করছে, জনগণের সামনে রাখছে একগুচ্ছ প্রতিশ্রুতি। তার মাঝেই গেরুয়া শিবির থেকে পদত্যাগ করলেন মধ্য প্রদেশের প্রাক্তন মন্ত্রী রুস্তম সিং। বিজেপির রাজ্য সভাপতি বিষ্ণু দত্তকে চিঠি লিখে তিনি জানিয়েছেন, বিজেপির প্রাথমিক সদস্যপদ এবং সমস্ত দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। বর্ষীয়ান ওই নেতার বয়স ৭৮। প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, তাঁর প্রতি ন্যায্য আচরণ করা হয়নি। আর ঠিক সেই কারণেই দল থেকে বেরিয়ে এসেছেন তিনি। অন্যদিকে রুস্তম সিং-এর ছেলে রাকেশ সিং, মোরেনা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন বহুজন সমাজবাদী পার্টির হয়ে। রুস্তম সিং দলত্যাগ করার পর গুঞ্জন, তিনি এবার তাঁর ছেলের হয়ে, বহুজন সমাজবাদী পার্টির হয়ে প্রচারে নামতে পারেন ভোটের আগে। তিনি ২০০৩-২০০৮ এবং ২০১৩-২০১৮ পর্যন্ত বিধায়ক ছিলেন। দু' বার রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন।