আজকাল ওয়েবডেস্ক: ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে চিন্তিত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন খাড়গে। চিঠিতে তিনি রাহুল গান্ধী এবং যাত্রায় অংশগ্রহণকারী বাকিদের নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করার দিকে জোর দিলেন। প্রসঙ্গত, অসমের মাটিতে রাহুল গান্ধীর যাত্রা শুরুর প্রথম দিন থেকেই শুরু হয়েছে নানা বিতর্ক। মঙ্গলবার অসম পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের সংঘর্ষের জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়ে। রাহুল গান্ধীর বিরুদ্ধে অসম পুলিশ এফআইআর করার পরই বিক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস কর্মীরা। এরপরই এই সংঘর্ষের ঘটনা ঘটে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই সংঘর্ষের ঘটনাকে মাওবাদিদের নীতির সঙ্গেও তুলনা করেছেন। তিনি বলেন, কংগ্রেস কর্মীরা অসমের সংস্কৃতি জানে না। অমিত শাহকে লেখা খাড়গের চিঠিতে তিনি লেখেন, রাহুল গান্ধী জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। তবে তা হয়তো ভুলে গিয়েছে অসম পুলিশ। বিজেপি সমর্থকরা কংগ্রেসের যাত্রা আটকে দিয়েছে এবং অসম কংগ্রেসের প্রধান ভূপেন বোরাকেও নিগ্রহ করেছে। যেভাবে বিজেপি সমর্থকরা রাহুল গান্ধীর কাছে পৌঁছে গিয়েছে তারও নিন্দা করেছেন কংগ্রেস সভাপতি।