আজকাল ওয়েবডেস্ক: তেলেগু ছবি ‘লাকি ভাস্কর’। সেখানে নাকি চুরির ঘটনা অতি সহজে দেখানো হয়েছে। আর সেখান থেকেই চুরির কায়দা করতে গিয়ে পুলিশের জালে পড়ল চোরের দল। বেঙ্গালুরুতে এই চুরির ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এটিএম থেকে টাকা হাপিস করতে গিয়ে একেবারে বেকায়দায় পড়ল চোরের দল। এবার সোজা শ্রীঘরে।

 


বেঙ্গালুরু পুলিশ এই ঘটনার জেরে ইতিমধ্যেই ৬ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ৫ জনই একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করত। এই প্রতিষ্ঠানের প্রধান কাজ ছিল এটিএমে গিয়ে টাকা ভরে দেওয়া। তবে হাতের কাছে এত টাকা দেখতে পেয়ে আর নিজেদের লোভ সামলাতে পারেনি এরা। এরপরই ফিল্মি কায়দায় চুরি করে পুলিশের জালে পড়ল সকলেই।

 


ধৃত সকলের বয়সই ৩০ বছরের মধ্যে। এরা সকলেই এটিএমে টাকা ভরার কাজ করত। সেখান থেকেই এই চুরির কায়দা বের করে এরা। ধৃতদের একটি কফি শপ থেকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর থানায় নিয়ে গিয়ে জেরার করার পরই সমস্ত কিছু স্বীকার করে নেয় ধৃতরা। তাদের কাছ থেকে একটি গাড়ি এবং নগদ ৪৩.৭৬ টাকা উদ্ধার করা হয়েছে। 


জেরায় ধৃতরা স্বীকার করে তেলেগু ছবি লাকি ভাস্কর দেখে এই চুরি করার পরিকল্পান করে তারা। এই টাকা দিয়ে তারা নিজের ব্যবসা করবে বলে ঠিক করেছিল। তাদের কাছে এটিএম খোলার পাসওয়ার্ড ছিল বলেও জানিয়েছে পুলিশ। এটিএমে টাকা ভরার সময়ই তারা সেই টাকা সরিয়ে নেয়। 


পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন সিনেমায় যেভাবে ব্যাঙ্ক এবং এটিএমে চুরি করা দেখানো হয় সেটি রপ্ত করতে গিয়েই এই ঘটনা হয়েছে। কম বয়সী ছেলেদের মধ্যে অল্প সময়ে উন্নতির আশা থাকে। তাকে সৎ উপায়ে পূরণ না করে তারা এই ধরণের অসৎ পথ বেছে নিয়েছে। দেশের বিভিন্ন স্থানে যেসব এটিএমে নিরাপত্তারক্ষী থাকে না সেখানেই মূলত টার্গেট করছে এটিএম চোরের দল।