আজকাল ওয়েবডেস্ক: সোজা পায়ের উপর দিয়ে গাড়ি চালাল৷ লখনউয়ের এক ব্যবসায়ীর পায়ের ওপর দিয়ে থার জিপ চালিয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। আক্রান্ত ব্যক্তির নাম পবন প্যাটেল, তিনি পেশায় বালি ব্যবসায়ী।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ‘সামিট বিল্ডিং’ চত্বরে এই রোমহর্ষক ঘটনাটি ঘটে। অভিযোগ, পবনবাবুর পায়ের ওপর গাড়ির চাকা তুলে দিয়ে টানা ২৫ মিনিট দাঁড়িয়ে ছিল গাড়িটি। যন্ত্রণায় ছটফট করতে থাকা ওই ব্যবসায়ীকে উদ্ধার করতে রীতিমতো হিমশিম খেতে হয় স্থানীয় বাসিন্দা ও পুলিশকর্মীদের।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পবনবাবুকে চাকার তলা থেকে বের করার জন্য লোকজন আপ্রাণ চেষ্টা করছেন। শেষমেশ পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। পুরনো কোনও শত্রুতার জেরে এই হামলা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে, ভোপালের রাজপথে দিনের আলোয় শিউরে ওঠা কাণ্ড। এক যুবককে গাড়ি থেকে নামিয়ে হাতুড়ি ও সাবল দিয়ে পিটিয়ে খুনের চেষ্টার ঘটনায় হুলুস্থুল চারিদিকে। অভিযোগ, পথচারীরা যখন মোবাইলে ভিডিও তুলতে ব্যস্ত, তখন জনসমক্ষেই ওই যুবককে নৃশংসভাবে মারধর করে পালিয়ে যায় একদল দুষ্কৃতী।
পুলিশ জানিয়েছে, আক্রান্ত যুবকের নাম কুলদীপ সিং। রবিবার বেলা ১১টা নাগাদ মাঝরাস্তায় দুটি গাড়ি দিয়ে কুলদীপের পথ আটকায় দুষ্কৃতীরা। এরপর তাঁকে গাড়ি থেকে টেনে বের করে শুরু হয় তাণ্ডব। প্রত্যক্ষদর্শীদের দাবি, যুবকের হাত-পা লক্ষ্য করে বারবার হাতুড়ি দিয়ে মারা হয়। এমনকী তিনি জ্ঞান হারিয়ে ফেললেও হামলা থামেনি। যাওয়ার আগে তাঁর গাড়িটিও ভাঙচুর করে পালায় অভিযুক্তরা।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সবাই যখন দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন, তখন কেবল এক তরুণী সাহস করে দুষ্কৃতীদের আটকানোর চেষ্টা করেন। জানা গিয়েছে, বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কুলদীপ।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কুলদীপের বিরুদ্ধে খুন ও তোলাবাজি-সহ একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। সম্প্রতি তিনি জেল থেকে জামিনে ছাড়া পেয়েছিলেন। তাঁর বাগদত্তা ভোপালের এক দন্তচিকিৎসক, যাঁর সঙ্গে দেখা করতেই তিনি শহরে এসেছিলেন। পুরনো কোনও শত্রুতার জেরেই এই হামলা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
