আজকাল ওয়েবডেস্ক: বাবা-মায়েরা বলে থাকেন, তাঁদের কাছে সব সন্তান সমান। সন্তানদের মধ্যে তাঁরা কখনও আলাদা করতে পারেন না। কিন্তু তবু বহু ক্ষেত্রেই দেখা যায়, এক সন্তানের মনে তৈরি হয় জিজ্ঞাসা। সে মনে করে, বাবা-মা বুঝি দাদা কিংবা দিদি, ভাই কিং বোন, তাকেই বেশি ভালবাসে। একই ঘটনার পুনরাবৃত্তি। এই ভাবনায় এবার মেয়ে যা কাণ্ড ঘটাল তা ভয়াবহ।

ঘটনাস্থল মুম্বই। ৬২ বছরের সাবিরা বানো আজগর শেখ নিজের ছেলের কাছেই থাকতেন। ছোট মেয়ে রেশমা মুজফফর কাজি থাকে কুরেশি নগরে। সাবিরা নিজের বাড়ি থেকে ঘণ্টাখানেক দূরে, ছোট মেয়ের বাড়ি গিয়েছিলেন, খোঁজখবর নেওয়ার জন্য। আর সেখানেই ঘটল বিপত্তি। মাকে দেখে আনন্দে আত্মহারা হওয়ার বদলে, মাকে কুপিয়ে খুন করল মেয়ে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।

ঠিক কি ঘটেছিল? পুলিশ জানিয়েছে, সাবিরা রেশমার বাড়ি ঢুকতেই, মা-মেয়ের বিবাদ শুরু হয়। রেশমা ক্রমাগত বলতে থাকে, তার মা তার থেকেও বেশি ভালবাসে দিদিকে। পক্ষপাতিত্বের অভিযোগ তোলে। তর্ক কিছুটা বাড়তেই, রেশমা আচমকা রান্নাঘরে ছুটে গিয়ে ছুরি নিয়ে আসে এলোপাথাড়ি কোপ বসায় মায়ের উপরে। 

একই সঙ্গে পুলিশ জানিয়েছে, রেশমা তার মাকে হত্যার পর চুনাভট্টি থানায় গিয়ে নিজের কৃতকর্মের কথা স্বীকার করে। পুলিশ তৎক্ষণাৎ সেখানে ছুটে যায়। সাবিরার মৃত্যু নিশ্চিত হওয়ার পরে, পুলিশ রেশমাকে হেফাজতে নিয়েছে। পুলিশ ঘটনায় তদন্ত শুরু করেছে। রেশমা, সাবিরার আত্মীয় পরিজন এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।