আজকাল ওয়েবডেস্ক: সরস্বতী নদীর হদিশ পাওয়া গেল ভারতেই। মিথ আর বাস্তব মিলমিশে রয়েছে এই নদীকে ঘিরে। সরস্বতী নদীর অস্তিত্ব রয়েছে কিনা তা নিয়ে বিস্তর গবেষণা করা হয়েছে। এবার মিলল প্রাচীন সেই নদীর হদিশ, তাও আবার সূদূর রাজস্থানে।
এই নদীর উল্লেখ রয়েছে ঋগ্বেদেও। সেই বিশ্বাস অনুযায়ী, জলবায়ু এবং টেকটোনিক পরিবর্তনের কারণে প্রায় পাঁচ হাজার বছরেরও বেশি সময় আগে সরস্বতী নদী শুকিয়ে গিয়েছিল। সারা ভারতের কোথায় সেই নদী তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। একেক সময় একেক বিশেষজ্ঞ একেক মত জানিয়েছেন এই নদী নিয়ে। সেই নদীরই সন্ধান মিলল এবার মরুশহর রাজস্থানে।
সম্প্রতি রাজস্থানের জয়সালমেরের এক চাষী নলকূপ খোঁড়ার সময় সন্ধান পান জলের। তারপরই জানানো হয়, হারিয়ে যাওয়া সরস্বতী নদীরই দেখা মিলেছে ওই অঞ্চলে। ঠিক কী ঘটেছিল? ঘটনাটি ঘটে গত শনিবার। স্হানীয় একটি টিউবওয়েল খনন করার সময় জল এবং গ্যাসের বিস্ফোরণ ঘটলে আতঙ্কের সৃষ্টি হয়। ভূগর্ভস্থ বিজ্ঞানী ডঃ নারায়ণ দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আর্টিসিয়ান কারণে এটা ঘটেছে। ড্রিলিং মেশিন দিয়ে মাটি কাটার সময় বেলেপাথর এবং কাদামাটির পুরুস্তরের নীচে আটকে থাকা জল বেরিয়ে আসে। মুহুর্তে সেই জল বেরিয়ে একটি পুকুর তৈরি হয়। তারপরই রটে যায়, যে জল বেরিয়ে এসেছে সেই জল সরস্বতী নদীর।
