আজকাল ওয়েবডেস্কঃ ভারতীয় টোটকায় বানানো তেল দিয়ে লন্ডনের উদ্যোগপতির ব্যবসা চলছে রমরমিয়ে। জানা গিয়েছে, সেই তেল বিক্রি করে এখনও অবধি তিনি ৩.৩ মিলিয়ন ইউরো উপার্জন করেছেন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৬ কোটি টাকা। তবে এরিম নামে এই উদ্যোগপতির তেলের ব্যবসা শুরু করার নেপথ্যে রয়েছে তাঁর মৃত মায়ের একরাশ স্মৃতি। সেই কাহিনীও জানিয়েছেন তিনি।
মায়ের কথা মনে করে এরিম বলেন, মাত্র আট বছর বয়সে তিনি তাঁর মাকে হারান। মায়ের অসাধারন চুলের কথা আজও মনে পড়ে এরিমের। তাঁকেও যেন তাঁর মায়ের মতো দেখায়, সেই চেষ্টাই করেন বলে জানিয়েছেন তিনি।
ছোটবেলায় এরিমের মা তাঁর চুলের যত্ন নিতেন। মা মারা যাওয়ার পরে চুল সামালাতে রীতিমতো হিমশিম খেতে হত তাঁকে। সেইসময় এরিম নিজের চুল বাঁধতে পর্যন্ত শেখেননি। সমস্যার সমাধান করতে এরিমের বাবা তাঁর চুল পর্যন্ত কাটিয়ে দেন।
এরপর এরিম কৈশোরকালে পৌঁছলে ঠাকুমাই তাঁর চুলের যত্ন নিতে শুরু করেন। তখন তিনি এরিমের চুলে নানা রকমের ভেষজ উপাদানের তেল ব্যবহার করতেন।
পরবর্তীকালে ঠাকুমার এই বিশেষ টোটকার তেলেরই ব্যবসা শুরু করেন তিনি । এরপর দিন দিন তেলের চাহিদা বাড়তে শুরু করে।
এরিমের দাবি,সহজ উপায়ে মা ছাড়া বেড়ে ওঠা ছেলে মেয়েরা যেন নিজের চুলের যত্ন নিতে পারে , তাই জন্যই এই তেল বিক্রি করতে শুরু করেছেন তিনি।
