আজকাল ওয়েবডেস্ক: রোজগার সামান্য, কিন্তু নেই কোনও নেশাভানের অভ্যাস এতেই বাজিমাত! ন্যূনতম রোজগারে প্রযুক্তি-নগরীতে দিব্যি  কাটিয়ে ফলেছেন জীবন এক ব্যক্তি। 

নেশা না করলেই যতসামান্য রোজগারেও আরামে জীবনযাপন করা যাবে, তাও আবার বেঙ্গালুরুর মতো শহরে। সম্প্রতি এমনটাই পোস্টে  জানিয়েছেন এক নেটনাগরিক। 

প্রযুক্তি-নগরীতে মাত্র ২০০০০ আয় ওই ব্যক্তির। তাও দিব্যি দিনগুজরান হয় তাঁর। গোটা মাসে খরচ পরিমাণ জানিয়ে পোস্ট করেছেন ওই ব্যক্তি। তিনি জানান, মোট আয়ের আট হাজার তিনি খাওয়া-দাওয়াতে খরচ করেন। অন্যদিকে নয় হাজার টাকা বাড়ি ভাড়া দেন তিনি। বাকি চার হাজার যাতায়াত-সহ আনুসঙ্গিক কাজে লাগেন ওই ব্যক্তি। তাতেই আরামে আয়াশে জীবন কেটে যায় তাঁর। এভাবেই ৬ মাস ধরে চলছেন তিনি। 
যদিও এই টাকায় তাঁর কাছে বিশালবহুল জীবন কাটানো এক প্রকার অসম্ভব। তেমনটাই জানিয়েছেন ওই ব্যক্তি। ইতিমধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে। এক ব্যক্তি কমেন্টে জানান, এই পোস্টটি পড়ে ফেলার পর তাঁর মনে হচ্ছে, দরকারের  চেয়ে অতিরিক্ত খরচ করেন তিনি। আরও এক ব্যক্তি পোস্টদাতাকে ইলেকট্রিক-সহ অন্যান্য খরচের বিল পে করেন কি না তা  জিজ্ঞাসা করেছেন। কারণ ওই ব্যক্তি নিজের গোটা মাসের  সব খরচের বিষয়ে জানলেও, সেখানে জল আর ইলেকট্রিক বিলের কোনও উল্লেখ ছিল না।