আজকাল ওয়েবডেস্ক: পূর্ণবয়স্ক চিতাবাঘকে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা। লাঠি, লোহার রড দিয়ে মারতে মারতে শেষমেশ খুন করল তাকে। নির্মম অত্যাচারের ঘটনাটি ঘটেছে যোগীরাজ্য। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বিজনুরে। আমান্নাগর গ্রামে আচমকা একটি চিতাবাঘের উপর চড়াও হয় গ্রামবাসীরা। পিটিয়ে খুন করে তাকে। বন দপ্তরের কর্মীরা ঘটনার তদন্ত করছেন। এখনও পর্যন্ত কারো বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, ওই গ্রামেই বাড়ির পিছনে টিউবওয়েলের জলে হাত ধুতে গিয়েছিলেন এক হোমগার্ড জওয়ান। সঙ্গে ছিল তাঁর তিন ছেলেমেয়ে। সেই বাড়ির পাশের একটি আমগাছের ডালে ছিল চিতাবাঘটি। আচমকা গাছ থেকে লাফ দিয়ে ওই ব্যক্তির উপর পড়ে সে। তখনই ব্যক্তিকে বাঁচাতে তাঁর ছেলেমেয়েরা আপ্রাণ চেষ্টা করে।
দশ মিনিট ধরে চিতাবাঘের পা, হাত টেনে ধরে চিৎকার শুরু করে তারা। সেই চিৎকারের শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছয় গ্রামবাসীরা। এরপর লাঠি, লোহার রড নিয়ে চড়াও হয়। চিতাবাঘটিকে মারতে মারতে খুন করেই পালিয়ে যায় সকলে। ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘের দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় বন দপ্তর। এই ঘটনার তদন্ত এখনও জারি রয়েছে।
