আজকাল ওয়েবডেস্ক: শনিবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৪.২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। শুক্রবারের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে শনিবার। এদিনের তাপমাত্রা  শুক্রবার (৪.৬ ডিগ্রি সেলসিয়াস)-এর চেয়েও কিছুটা কম। আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মৌসম ভবন (আইএমডি)-এর সফদরজং স্টেশনে সর্বনিম্ন তাপমাত্রা ৪.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি কম।

শুক্রবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। যা এই মরসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। শনিবারের তাপমাত্রা সেই রেকর্ড ভেঙে দিয়েছে। দিল্লি এবং এনসিআর সংলগ্ন এলাকা যেমন হরিয়ানার গুরুগ্রাম, উত্তরপ্রদেশের নয়ডা ও গাজিয়াবাদে শুক্রবার বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং তার আগের দিন ছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

মৌসম ভবন জানিয়েছে, শনিবারের তাপমাত্রা গত দু’বছরের মধ্যে জানুয়ারি মাসের সর্বনিম্ন। ২০২৪ সালের ১৬ জানুয়ারি দিল্লিতে তাপমাত্রা ৩.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এক আবহাওয়া বিশেষজ্ঞা জানিয়েছেন, ঘন কুয়াশা এবং শীতল উত্তর-পশ্চিমী বাতাসই তাপমাত্রা হ্রাস এবং দিল্লি-এনসিআর জুড়ে শৈত্যপ্রবাহ দীর্ঘায়িত হওয়ার প্রধান কারণ। 

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ১৫ জানুয়ারি পর্যন্ত কোনও পশ্চিমা ঝঞ্ঝার সম্ভাবনা নেই। ১৫ জানুয়ারি পর্যন্ত সফদরজং-এ সর্বোচ্চ তাপমাত্রা ১২-১৫ ডিগ্রি সেলসিয়াস এবং পালামে ১০-১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩-৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসা উচিত।

শনিবার সকাল থেকেই উত্তর ভারতের একাংশ ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে। বেশ কিছু এলাকায় দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। দিল্লি-এনসিআর, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের কিছু অংশ ঘন কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে। মৌসম ভবন জানিয়েছে, কুয়াশা সত্ত্বেও উত্তর ভারতে শীতের তীব্রতা বজায় থাকবে। ঠান্ডা ও শুষ্ক উত্তর-পশ্চিমী বাতাস বইবে বলে আশা করা হচ্ছে। যার ফলে দিনের তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে। সিন্ধু-গাঙ্গেয় সমভূমি জুড়ে কিছুটা স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের কিছু অংশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

অন্যদিকে, দক্ষিণ ভারতে আবহাওয়ার ধরণে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তামিলনাড়ুর অভ্যন্তরীণ অঞ্চল, কেরল এবং কর্ণাটকে হাল্কা ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মহারাষ্ট্রের কিছু অংশে মেঘ দেখা যেতে পারে। বিশেষ করে পুনে, সাংলি, সাতারা, কোলাপুর, সোলাপুর, জালনা, বিড এবং হিঙ্গোলির মতো দক্ষিণের জেলাগুলিতে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।