আজকাল ওয়েবডেস্ক: আবার চাঞ্চল্যকর ঘটনা কিট (KIIT) বিশ্ববিদ্যালয়ে। প্রথম বর্ষের এক বি টেক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তাঁর হস্টেলের ঘর থেকে। খবর অনুযায়ী, মৃত ছাত্র কম্পিউটার সায়েন্সের পড়ুয়া ছিল। তাঁর নাম রাহুল যাদব। তাঁর বাড়ি প্রতিবেশী রাজ্য ছত্তিশগড়ে। সোমবার পুলিশ এই খবর জানিয়েছে।
সহকারী পুলিশ কমিশনার (এসিপি) সোনাল সিংহ পারমার সাংবাদিকদের বলেন, "ছেলেটির দেহ হস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে।" এসিপি জানান, ঘটনাটি ঘটেছিল রবিবার। ইনফোসিটি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। খবর পেয়ে ছাত্রের পরিবারের সদস্যরা ভুবনেশ্বরের দিকে রওনা হয়েছেন।
এসিপি আরও জানিয়েছেন যে, ছাত্রটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ এখন সব দিক খতিয়ে দেখছে এবং তদন্ত জারি রয়েছে। ইনফোসিটি থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফরেনসিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে হস্টেল থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ সংগ্রহ করছে। একই সঙ্গে, ছাত্রটির অন্য বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে, এটাই প্রথম নয়। চলতি বছরে কিট ক্যাম্পাসে এটি তৃতীয় ছাত্র আত্মহত্যার ঘটনা। এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি এক নেপালি ছাত্রী এবং ১ মে আরও এক নেপালি ছাত্রী একই ভাবে মারা যান বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে।
কিট-এ বার বার ছাত্র-মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি বিধায়ক সরোজ পাধি। তিনি বিধানসভা চত্বরে সাংবাদিকদের বলেন, "কিট-এ ছাত্র-ছাত্রীদের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাব।"
